সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫, ১২:২৩:৩০

মিজবাহও গাইলেন আমিরের জয়গান

মিজবাহও গাইলেন আমিরের জয়গান

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে পাক পেসার মোহাম্মদ আমির প্রথম ম্যাচেই নিজেকে মেলে ধরেছেন। প্রতিপক্ষ রংপুরের ৪টি উইকেট নিয়ে এক রকম চাপে ফেলে দিয়েছিলেন তিনি। তার প্রথম দুই ওভারের বোলিং যাদুতে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটের বিনিময়ে ২৩ রান। তারপরও হেরে যায় আমিরের চট্টগ্রাম ভাইকিংস। তবে রংপুরকে জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন ৪২ বছর বয়সি মিজবাহ উল হক। মাত্র ২৩ রানে ৪ উইকেট হারানোর পরও চিটাগং ভাইকিংসের পাহাড়সম ইনিংস যে টপকে গেছে রংপুর রাইডার্স, সেটির রূপকার এ পাকিস্তানি ব্যাটসম্যানই। ম্যাচসেরার পুরস্কারও তাই উঠেছে মিসবাহর হাতে। এরপর সংবাদ সম্মেলনে এসে স্বদেশি আমিরের জয়গান গাইলেন তিনি। মিজবাহ বলেন, আমির দারুণ বোলিং করেছে। শেষের দিকে পুরনো বলে ভালো বোলিং করেছে। ১৯তম ওভারে যে বোলিং করেছে আমির, তাতে চিটাগাং জিতেই যাচ্ছিল প্রায়। নতুন বলেও আমির ভালো বোলিং করেছে। গতি, সুইং আর বৈচিত্র্যও ছিল। আমিরকে ভালো বোলিং করতে দেখাটা দারুণ ব্যাপার। ২৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে