সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫, ০৪:০৭:৪৩

রাজকীয় ব্যাটিংয়ের পর তামিমের বিদায়

রাজকীয় ব্যাটিংয়ের পর তামিমের বিদায়

স্পোর্টস ডেস্ক: নিজের প্রথম ম্যাচে প্রতিপক্ষকে ভালোই জবাব দিয়েছিল তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। কিন্তু ভাগ্যদেবী সায় না দেয়ায় জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি তারা। সর্বশেষ সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের কাছে হার দিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিটাগংয়ের হয়ে ওপেনিং করতে নামেন তামিম ইকবাল ও লঙ্কান ব্যাটসম্যান দিলশান। ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই দিলশানকে মুমিনুল হকের তালুবন্দি করে ফিরিয়ে দেন সুবাশিষ রায়। দলের প্রয়োজনে ৪৫ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফিরেন তামিম ইকবাল। দলের হয়ে বর্তমানে মাঠে রয়েছেন ইয়াসির আলী ও এনামুল হক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত চিটাগং ভাইকিংসের সংগ্রহ ২ উইকেট ১০৮ রান। ওভার শেষ হয়েছে ১৪ টি। সিলেট সুপারস্টারস: মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, অজন্তা মেন্ডিস, মোহাম্মদ শহীদ, মমিনুল হক, সুবাশিষ রায়, দিলশাল মুনাবেরা, নাজমুল হোসাইন, নাজমুল হোসেন মিলন ও নুরুল হাসান। চিটাগং ভাইকিংস: তামিম ইকবাল (অধিনায়ক), তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, ইয়াসির আলী, আসিফ আহমেদ রাতুল, মোহম্মদ আমির, জীবন মেন্ডিস, সাঈদ আজমল ও দিলশান। ২৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে