সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫, ০৪:৩৪:২২

মুশফিক বাহিনীর টার্গেট ১৮১ রান

মুশফিক বাহিনীর টার্গেট ১৮১ রান

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সিলেট সুপারস্টারর্স। সিলেটের আমন্ত্রণে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৮০ রান তুলতে সক্ষম হয় তামিম বাহিনীর। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই দিলশানকে শূন্য রানে মুমিনুল হকের তালুবন্দি করে ফিরিয়ে দেন সুবাশিষ রায়। প্রথম ম্যাচের পর এ ম্যাচেও অর্ধশতক হাঁকান তামিম ইকবাল (৬৯)। শ্রীলঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিসের বলে মোহাম্মদ শহীদের তালুবন্দি হয়ে মাঠ ছাড়তে হয় তামিম ইকবালকে। এরপর চিটাগাংয়ের দলীয় স্কোর যখন ১০৮ রান।ঠিক তখনই মুনাবেরার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন আনামুল হক (৩)। ইনিংসের ১৮তম ওভারে আরেক ধাক্কা খেতে হয় চিটাগংকে।ওভারের প্রথম বলে বিদায় নেন জীবন মেন্ডিস। উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দি হওয়ার আগে জীবন ১১ বলে দুই ছক্কায় ২০ রান করেন। ব্যাট হাতে অসাধারণ এক ইনিংস খেলেন ইয়াসির আলি। ৫২ বলে একটি চার আর ৪টি ছক্কায় তিনি ৬৩ রান করে শেষ বলে রান আউট হন তিনি। জিয়াউর রহমান ৭ বলে একটি করে চার আর ছক্কায় করেন অপরাজিত ১৫ রান। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা পৌনে ৭টায় মুখোমুখি হবে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স ও মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলস। সিলেট সুপারস্টারস: মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, অজন্তা মেন্ডিস, মোহাম্মদ শহীদ, মমিনুল হক, সুবাশিষ রায়, দিলশাল মুনাবেরা, নাজমুল হোসাইন, নাজমুল হোসেন মিলন ও নুরুল হাসান। চিটাগং ভাইকিংস: তামিম ইকবাল (অধিনায়ক), তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, ইয়াসির আলি, আসিফ আহমেদ রাতুল, মোহম্মদ আমির, জীবন মেন্ডিস, সাঈদ আজমল ও দিলশান। ২৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে