সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫, ০৫:৫৮:০৪

ভোটে প্রমাণিত বার্সেলোনাই সেরা

 ভোটে প্রমাণিত বার্সেলোনাই সেরা

স্পোর্টস ডেস্ক: ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকমের এক ভোটাভুটিতে ১ লাখেরও বেশি পাঠকের ভোটে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে মেসি-নেইমারের ক্লাব বার্সেলোনা। মোট ভোটের ১৮ শতাংশই গেছে বার্সার নামের পাশে। সব মিলিয়ে তারা ভোট পেয়েছে ১৯ হাজার ৭০৩টি। এর পরেই আছে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুল পেয়েছে ১৭ হাজার ৪৩৩টি ভোট। মাত্র ৩১৫টি ভোটের কারণে ইউনাইটেড পেল না দুই নম্বর জায়গাটি। ক্লাব বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ আছে এই ভোটের তালিকায় চারে। ১২ শতাংশ ভোট (১২,৬৬৩) পেয়েছে মাদ্রিদের ক্লাবটি। রিয়ালের চেয়ে একটু পিছিয়ে আছে আর্সেনাল (১২ হাজার ৫৯৯)। সাম্প্রতিক সময়ে ফুটবলে নিজেদের শক্তিটা জোরদার করলেও জনপ্রিয়তায় বিস্ময়করভাবে মাত্র ৫ শতাংশ ভোট পেয়েছে বায়ার্ন মিউনিখ। এমনকি ইন্টার মিলানও তাদের চেয়ে এক শতাংশ ভোট বেশি পেয়েছে। চেলসি-জুভেন্টাস দুই দলই পেয়েছে চার শতাংশ করে ভোট। এর পরেই জনপ্রিয়তায় আছে এসি মিলান, বরুসিয়া ডর্টমুন্ড, ম্যানচেস্টার সিটি ও পিএসজি। যুক্তরাজ্যে সবচেয়ে জনপ্রিয় ক্লাব ইউনাইটেড। এর পরেই আছে আর্সেনাল। ব্রিটিশ ফুটবল ভক্তদের কাছে চেলসি, লিভারপুল ও ম্যান সিটির চেয়েও বার্সা-রিয়াল বেশি জনপ্রিয় হিসেবে প্রমাণিত হয়েছে এই ভোটে। এমনকি জার্মানিতেও বার্সেলোনা (২২ শতাংশ) বায়ার্নের (১৯ শতাংশ) চেয়ে বেশি ভোট পেয়েছে। জরিপে অংশ নেওয়া স্পেনের ফুটবলপ্রেমীরা ৪০ শতাংশ ভোট দিয়েছে বার্সাকে, রিয়াল পেয়েছে প্রায় অর্ধেক (২৪ শতাংশ)। সূত্র : প্রথম আলো ২৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে