সেই রাবাদা এখন বর্ষসেরা খেলোয়াড়
স্পোর্টস ডেস্ক: গত বছর মাত্র ১৯ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে অভিষেক হয় উদীয়মান ক্রিকেটার কাগিসো রাবাদা। এর কিছুদিন পর টাইগারদের বিপক্ষে খেলতে বাংলাদেশ সফরে নিয়ে আসেন তাকে। সফরের অভিষেক ম্যাচেই ৬ উইকেট নিয়ে বিশ্বের সেরা বোলারের তালিকায় শীর্ষে নিজের নাম লেখান তিনি। অভিষেকের এই ম্যাচেই বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক এই পেসার। বাংলাদেশের মাটিতে এই কৃতি গড়তে পারায় এখন দক্ষিণ আফ্রিকার বার্ষিক ক্রীড়া পুরস্কারের তালিকায় বর্ষসেরা নতুন খেলোয়াড়ের খেতাব জিতে নিয়েছেন রাবাদা। তার বোলের পরিসংখ্যান অস্ট্রেলিয়ার বিপক্ষে মাখায় এনটিনির করা ২২ রানের ৬ উইকেটকেও ছাড়িয়ে যায়। তারপর তিনি টেস্ট দলে সুযোগ পাবার পরে মাত্র ২০ বছর বয়সে এখন তিনি তিন ফর্মেটেই দক্ষিণ আফ্রিকাকে প্রতিনিধিত্ব করছেন।
রাবার প্রসঙ্গে প্রোটিয়া ক্রিকেট দলের প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন, ক্রিকেটে আমাদের ক্রমোন্নতির এটাই প্রমাণ। আমরা একের পরে এক উইনার জন্ম দিচ্ছি। বিশেষ করে কাগিসো রাবাদার নাম আলাদা করে বলতেই হয়। সত্যিকার অর্থেই সে একজন অসাধারণ প্রতিভাবান ক্রিকেটার। বিশ্বের এক নম্বর টেস্ট দল হিসেবে আমাদেরও বাড়তি কিছু দায়িত্ব রয়েছে। আমাদের দলে রয়েছে বিশ্বের সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স যিনি এবার এসএ স্পোর্টস স্টার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন।
২৩ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�