সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫, ০৯:৫০:৪৭

সাঙ্গাকারার দলকে সহজভাবে জানিয়ে দিল বিসিবি

সাঙ্গাকারার দলকে সহজভাবে  জানিয়ে দিল বিসিবি

স্পোর্টস ডেস্ক: গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর প্রথম দিনের খেলার দ্বিতীয় ম্যাচে সাঙ্গকারার দল ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয় মাশরাফির দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর এই খেলার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)এর আইন ভঙ্গ করে ঢাকা ডায়নামাইটর্সের এক দল সমর্থকে বিনা টিকেটে গ্যালারীতে প্রবেশ করিয়ে দেন ওই দলের কর্মকর্তারা। তাই এ ঘটনার জন্য ঢাকা ডায়নামাইটসকে সতর্ক করেছে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বিসিবির অভিযোগ ওইদিন বিনা টিকেটে মোটর সাইকেলসহ মহড়া ও শোডাউন করে স্টেডিয়ামে প্রবেশ করেছিল একদল লোক। তারা ঢাকা ডায়নামাইটসের সমর্থক। আজ এ বিষয়টি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর কাছে জানতে চাওয়া হয়। তিনি বলেছেন, আমরা জানতে পেরেছি যারা মাঠে প্রবেশ করেছে, তারা ঢাকা ডায়নামাইটসের সমর্থক। তাই দলটিকে আমরা লিখিতভাবে সতর্ক করেছি। সামনে ঢাকার বাইরেও খেলা রয়েছে। স্থানীয় সমর্থকরা সামনে যাতে এমন আচরণ করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা সংক্রান্ত এই বিষয়টি নিয়ে সতর্ক থাকবে বিসিবি। ২৩ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে