আমি তাকে ‘স্যার’ বলেছি, সে আমার মা-বাবাকে গালি দিয়েছে : তামিম
স্পোর্টস ডেস্ক: আমি তার নাম বলতে চাই না। আমি ওই মানুষটার প্রতি যথেষ্ঠ সম্মান দেখিয়ে তাকে ‘স্যার’ বলে সম্বোধন করেছিলাম। তাকে স্যার, স্যার, স্যার বলেও সম্মান করেছি। সে আমাকে বলেছিল দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলতে। আমি সেই কাজটিও করেছি। বিনিময়ে সে তার প্রতিদান দিয়েছে আমার মা-বাবাকে গালিগালাজ করে। আমি জাতীয় ক্রিকেট দলের তামিম ইকবাল এটা আমার পরিচয়। কিন্তু সে আমার পরিবার নিয়ে খুব বাজে মন্তব্য করেছে, যেটা খুব অপ্রীতিকর। সেখানে বিপিএলের মতো টুর্নামেন্টে কোন ফ্রাঞ্চাইজির কর্মকর্তারা আমার পরিবার নিয়ে কটুক্তি করবে, আর তা আমি কিছুতেই মেনে নিতে পারি না।আমি বিপিএলর সম্মান প্রদর্শন করা উচিত। আমি এখানে খেলতে এসেছি। আমার মা-বাবা, আমার পরিবারের ব্যাপারে গালি শুনতে আসিনি। এমন যদি ধারাবাহিকভাবে ঘটতে থাকে, তাহলে ক্রিকেটই ছেড়ে দেব। সোমবার খেলা শেষে
অভিযোগ তুলেন তার প্রতিপক্ষ দল মুশফিকুর রহিমের সিলেট সুপার স্টারের বিরুদ্ধে। তামিম চিটাগাং ভাইকিংসের অধিনায়ক। তামিমের অভিযোগ খেলা শুরু হওয়া আগে তাকে সিলেট সুপার স্টারের ওই ব্যক্তি বাজে ভাষায় আক্রমণ করে। তবে তামিম এই বিষয়টি বিসিবিকে জানাবে বলে উল্লেখ্য করেন। তার মতে, আমি বিশ্বাস করি আমি বিসিবির একটা পার্ট। বিসিবির ডিসিপ্লিন কমিটি অবশ্যই এটা নিয়ে পদক্ষেপ নিবে।
২৩ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�