সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫, ১১:০২:১৩

এক হাতে তালি বাজে না, তামিমের ঘটনা প্রসঙ্গে মুশফিক

এক হাতে তালি বাজে না, তামিমের ঘটনা প্রসঙ্গে মুশফিক

স্পোর্টস ডেস্ক: এবার বিপিএল তৃতীয় ম্যাচের নাটকীয়তায় রীতিমত অবাক হয়েছে ক্রিকেটবিশ্ব। নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে অবাক করা ঘটনার শিকার হোন তামিম ইকবাল। তিনি অভিযোগ তুলেন তার বিপক্ষ দল মুশফিকুর রহিমের সিলেট রাইডার্স দু্জন অনিবন্ধিত খেলোয়াড় মাঠে নেমেছে। এই ঘটনায় সিলেটের ফ্রাঞ্চাইজির মালিক পক্ষের দায়ই বেশি, তবে সিলেট ও চিটাগংয়ের দুই অধিনায়ক মুশফিকুর রহিম ও তামিম ইকবালেরও ওপরও কি এই ঘটনার দায়ভার পড়ে না? এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেছেন, ‘ বিষয়টি খতিয়ে দেখা দরকার।এটার মিস কমিউনিকেশন সব দিক থেকেই হয়েছে। দায়িত্ব না থাকলে, এক হাতে আসলে তালি বাজে না। হয়তোবা কেউ দায়ি থাকলে উপরে যারা আছে তাদের খতিয়ে দেখা দরকার। তারাই এটার ভালো উত্তর দিতে পারবেন এবং এটার ব্যাখা দিতে পারবেন। আমাকে এটা জিজ্ঞেস করে লাভ নেই।’ খেলা শুরুর আগে চড়াই-উৎরাইয়ের পর সর্বশেষ ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন মুশফিক, ‘শেষ পর্যন্ত আমরা দুটি দলই সবকিছু ভুলে গিয়ে এমন ভাবে রেসপন্স করেছি, তাতে এটা প্রমাণিত হয়েছে যাই হোক না কেন, মাঠের খেলায় আমরা সবাই প্রফেশনাল।সেদিক থেকে বলবো আমরা আমাদের কাজ করেছি। ম্যাচটা আমার মনে হয় সবাই উপভোগ করেছে। শেষ বলে গিয়ে রেজাল্ট হয়েছে।’ ২৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে