সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫, ১১:৪৮:০১

বরিশালের কাছে হেরে গেল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব

বরিশালের কাছে হেরে গেল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিজেদর প্রথম ম্যাচে জয় পেয়েছে মাহামুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলস। সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে ১৩ রানে হারিয়েছে বরিশাল। রংপুরের প্রথম ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে জয় পেলেও আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাহামুদুল্লাহের বুলস কাছে পরাজয় মানতে হয়। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মাহামুদুল্লাহ রিয়াদ আর নাদিফ চৌধুরির ব্যাটে ভর করে নির্ধারিত ওভার শেষে বরিশাল বুলস ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ মিথুনের ব্যাটে ভর করে অলআউট হওয়ার আগে ১৪২ রানে থেমে যায় রংপুরের ইনিংস। শুরুতেই উইকেট হারিয়েছে রংপুর। দলীয় ১৯ রানে বিদায় নিয়েছেন সৌম্য সরকার। মোহাম্মদ সামির বলে টেইলরের হাতে ক্যাচ তুলে দেন সাত বলে ১৭ রান করা সৌম্য। মাহমুদউল্লাহ ৪৩ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় করেছেন দলের সর্বোচ্চ ৫১ রান। এ ছাড়া নাদিফ চৌধুরী ৩০ (৩১ বলে), কেভন কুপার ২১ (১৩ বলে), মোহাম্মদ সামি ১৫ (৫ বলে) এবং সিকুগে প্রসান্না ১২ (৪ বলে) রান করে দলীয় সংগ্রহ বাড়িয়েছেন।রংপুর রাইডার্সের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন সাকিব ও পেরেরা। এ ছাড়া ১টি উইকেট নিয়েছেন সাকলাইন সজীব। প্রথম ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ২ উইকেটের নাটকীয় জয় পেয়েছিল সাকিবের দল; ১৮৮ রান তাড়া করে। সেই হিসেবে ১৫৬ রানের টার্গেট সহজই ছিল রংপুরের জন্য। কিন্তু বরিশাল বুলসের বোলাদের নৈপুণ্যে বিশেষ করে কেভন কুপারের বোলিং তোপে লক্ষ্য ছুঁতে ব্যর্থ হয়েছে সাকিববাহিনী। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান (৩২ বলে) করেছেন উইকেটরক্ষক মোহাম্মদ মিঠুন। বরিশালের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মিডিয়াম পেসার কেভন কুপার। এ ছাড়া ২ উইকেট নিয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ সামি। ২৩ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে