মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৬:৩৪:০০

৫০কোটির কেলেঙ্কারীতে শ্রীনিবাসন

৫০কোটির কেলেঙ্কারীতে শ্রীনিবাসন

স্পোর্টস ডেস্ক : ৫০ কোটি টাকার কেলেঙ্কারী? তেমনই মনে করছেন বর্তমান ভারতীয় বোর্ডপ্রশাসকরা। জাতীয় ক্রিকেট আকাডেমিকে অন‍্য জায়গায় সরিয়ে নিয়ে যাবার পরিকল্পনা নিয়েছিলেন বির্তকিত অপসারিত বোর্ড সভাপতি এন শ্রীনিবাসন। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে জাতীয় ক্রিকেট আকাডেমি সরিয়ে নিতে চেয়েছিলেন বেঙ্গালুরু–মহীশূর হাইওয়েতে। সেজন‍্য তৎকালীন বোর্ড সভাপতি শ্রীনিবাসন জমি কেনার জন‍্য ৫০ কোটি টাকা খরচ করেছিলেন। কিন্তু সেই জমি এখনও বোর্ডের হাতে আসেনি। কোথাও কোনও ‘ঘোটালা’ হয়েছে বলেই মনে করছেন এখনকার বোর্ড কর্তারা। টাকা দেওয়া সত্ত্বেও জমি কেন হাতে এল না এই প্রশ্নই ঘুরছে শশাঙ্ক মনোহর–অনুরাগ ঠাকুরের বোর্ডে। জগমোহন ডালমিয়া বোর্ড সভাপতি হয়ে জাতীয় ক্রিকেট আকাডেমিকে নিযুক্ত করেছিলেন সৌরভ গাঙ্গালির ‘টিম ইন্ডিয়ার’ সাড়া জাগানো সফল ফিজিও অ‍্যান্ড্রু লিপাসকে। তারপর ডালমিয়া জাতীয় ক্রিকেট আকাডেমি ঘিরে তাঁর নানা পরিকল্পনা আর বাস্তবায়িত করে যেতে পারেন নি। কিন্তু ডালমিয়ার মৃতু‍্যর পরে বোর্ড সচিব অনুরাগ ঠাকুর জাতীয় ক্রিকেট আকাডেমি নিয়ে হাল ছেড়ে দেন নি। নয়া বোর্ড সভাপতি শশাঙ্ক মনোহর দায়িত্ব নেবার পর বোর্ডের বার্ষিক সাধারণ সভায় জাতীয় ক্রিকেট আকাডেমির দায়িত্ব দিেয়ছেন তাঁরই বিশ্বস্ত কর্তা প্রাক্তন বোর্ড সচিব নিরঞ্জন শাহকে। দায়িত্ব নেবার পর নিরঞ্জন শাহ জাতীয় ক্রিকেট আকাডেমির ৫০ কোটি কেলেঙ্কারীর‍ গন্ধ পেয়েছেন। কোথায় গেল জমি? কেন টাকা দেওয়া সত্ত্বেও জমি বোর্ডের হাতে এল না? রাজকোট থেকে মোবাইলে নিরঞ্জন শাহ বলছিলেন, ‘জানি না জমির কী হল? অদ্ভুতব‍্যাপার। ৫০ কোটি টাকা খরচ দেখানো হয়েছে কিন্তু সেই জমি হাতে পায় নি বোর্ড। গোটা বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে আমাদের মধে‍্য। তেমন হলে বেঙ্গালুরু থেকে জাতীয় ক্রিকেট আকাডমি সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে।’ কোথায় যেতে পারে জাতীয় ক্রিকেট আকাডেমি? নিরঞ্জন জানালেন,‘সেক্ষেত্রে দু’টো নাম মাথায় রয়েছে। পুনে অথবা ধরমশালায় চলে যেতে পারে। দেখা যাক। তবে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া হবে।’ জানা গেল, ইতিমধে‍্য জাতীয় ক্রিকেট আকাডেমির কোচ হওয়ার দরখাস্ত বেশ কয়েকটা পড়েছে। নিরঞ্জন শাহ চলতি মাসের মধে‍্যই সব কিছু দেেখ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ‘অনেক দরখাস্ত পড়েছে। সব দেখে শুনে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তবে দেরি করব না। জাতীয় ক্রিকেট আকাডেমিকে আবার নতুন করে সাজাতেই হবে।’ ২৪, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে