মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৮:৩৮:৪৪

মেসিকে নিয়ে কোচের ভিন্ন মত

মেসিকে নিয়ে কোচের ভিন্ন মত

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির খেলা দেখার জন্য মুখিয়ে ছিলেন তার ভক্ত-সর্মথকরা। এল ক্লাসিকোর হাই-ভোল্টেজ ম্যাচে বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে নামেন মেসি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ওই ম্যাচে বার্সা উইঙ্গার গোল করতে না পারলেও ভালোই আলো ছড়িয়েছেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়। বার্সার এই তারকা কি আদৌ সুস্থ হতে পেরেছেন? ভক্ত-সর্মথকদের মনের অবস্থা বুঝে তাই হয়তো বার্সার কোচ চাচ্ছেন মেসি পুরোপুরি সুস্থ না পর্যন্ত মাঠের বাহিরেই থাকুক। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে রোমার বিপক্ষের ম্যাচ সামনে রেখে মেসিকে নিয়ে নিজের ভাবনাটা জানান এনরিকে। “সে অনুশীলন করছে এবং খেলছে। কিন্তু তার পা পুরোপুরি ঠিক হওয়ার জন্য ও তার সতেজ হওয়ার জন্য তাকে আরও সময় দেওয়া প্রয়োজন। তারপরই আমরা আবারও মেসির সেরাটা উপভোগ করতে পারি।” গত সেপ্টেম্বরে লাস পালমাসের বিপক্ষে লা লিগার ম্যাচে চোট পান মেসি। ক্লাসিকো দিয়ে দলের সেরা তারকার ফেরায় খুশি এনরিকে। “আমি ভেবেছিলাম তাকে খুব ভালো দেখাচ্ছিল। তাকে ফিরতে দেখে আমি বার্সেলোনা সমর্থক ও ক্লাবের জন্য খুব খুশি।” বর্তমানে ক্লাবের পারফরম্যান্স ভালো আছে বিধেয় হয়তো কোচ এনরিকে মেসিকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছেন না। তাই মৌসুমের বাকি সময়ের কথা ভেবে আর্জেন্টিনা ফরোয়ার্ডকে সেরে ওঠার জন্য পর্যন্ত সময় দিতে চান তিনি। এ জন্য বার্সেলোনা সমর্থকদের ধৈর্য্য ধরার পরামর্শও দিয়েছেন এনরিকে। ২৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে