মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৮:৫৯:০০

তামিম ‘বির্তকে’ বিসিবির ব্যাখ্যা

তামিম ‘বির্তকে’ বিসিবির ব্যাখ্যা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের তৃতীয় ম্যাচটি নিশ্চয় স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেট বিশ্বের কাছে। মাঠে টস বির্তক, খেলোয়াড় দেরীতে নামানো। এমনকি অধিনায়ক তামিমের পরিবার তুলে গালি-গালাজ। সবই ঘটেছে এই ম্যাচে। ম্যাচ পরবর্তী তামিম এ নিয়ে অভিযোগ ও নিন্দাও জানিয়েছেন বিসিবির কাছে। তামিম ইকবালের পর বিসিবির পক্ষ থেকে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তার পাশেই বসা ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন। জালাল ইউনস বলেন,‘ অনিচ্ছাকৃতভাবে ম্যাচটি শুরু হতে এক ঘণ্টার মতো বেশি সময় লেগেছে। মূলতত সিলেটের দুজন খেলোয়াড়ের এনওসি নিয়ে ঝামেলার কারণেই দেরিটা হয়। তারা হলো জসুয়া কব ও রবি বোপারা। তাদের এনওসি আসছে ১টা ৫৯ মিনিটে। খেলা ছিলো দুইটায়। এর আগে তাদের বলা ছিলো যে, এনওসি না আসলে তোমরা মাঠে খেলোয়াড় নামাতে পারবে না। সেই অনুযায়ী তারা একটি প্লেয়ার তালিকা দিয়েছিলো। এরপরে যখন এনওসি এসেছে তারা তাদের মাঠে নামিয়ে দেয়।’ জালাল ইউনুস আরো বলেন, ‘ক্রিকেটের স্বার্থে, টসের পরে বা প্লেয়ার তালিকা দিয়ে দেয়ার পর; এমনকি খেলা শুরু হয়ে যাওয়ার পরও প্রতিপক্ষ অধিনায়কের সম্মতি নিয়ে দলে পরিবর্তন আনার সুযোগ থাকে। আমরা এটাই তামিমকে বুঝিয়েছি। সে যদি অনুমতি দেয়, তবে সিলেটের বিদেশিরা খেলতে পারে। তখন তামিম বিষয়টিকে কোনভাবেই সম্মত প্রকাশ করেনি।ওকে বুঝিয়েছি ক্রিকেটের স্বার্থে তোমরা রাজি হও। আমরা কিন্তু অবৈধ কিছু করিনি। অধিনায়কের অনুমতি ছাড়া আমরা অনুমোদন দিবো না। আগেই বলেছি। যা হোক, এটা নিয়ে সমস্যা হয়েছে। আমরা পরে সিলেটকে বলেছি, যেহেতু তোমাদের প্রতিপক্ষ অধিনায়ক রাজি হচ্ছে না, তোমাদের দুজন খেলোয়াড় ছাড়াই খেলতে হবে। শেষ পর্যন্ত তারা রাজি হয়েছে। এর মধ্য বেশ কিছুটা সময় নষ্ট হয়ে গেছে। ক্রিকেটের স্বার্থে আমরা চেষ্টা করছি সমস্যা সমাধানের।’ ২৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে