মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৯:২১:১২

যে কারণে ঢাকাকে বিপিএল কর্তৃপক্ষের কারণ দর্শানোর নোটিস

যে কারণে ঢাকাকে বিপিএল কর্তৃপক্ষের কারণ দর্শানোর নোটিস

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে অনিয়ম গুলো ভালোই মাথাছড়া দিয়ে উঠছে। সেই উদ্ভোধনী অনুষ্ঠান থেকে শুরু করে দ্বিতীয় দিনের চতুর্থ ম্যাচে পর্যন্ত একের পর এক প্রশ্নে প্রশ্নবিদ্ধ হচ্ছে বিপিএল কতৃপক্ষ। এবারের আসরে দ্বিতীয় দিনে জনপ্রিয় দল ঢাকা ডিনামাইটসের বিরুদ্ধে বড় অনিয়মের অভিযোগ উঠেছে। বিনা টিকেটে প্রায় দু’হাজার সমর্থককে মাঠে ঢোকানোর মত কাজ করে বসে ঢাকা ডাইনামাইটস ফ্র্যাঞ্চাইজি। এমন ঘটনার পর সোমবার ঢাকাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক এ বিষয়ে বলেছেন, ‘ ঢাকা ডিনামাইটসকে এ ব্যাপারে সর্তক করে দেয়া হয়েছে যাতে তারা ভবিষ্যতে এমন ঘটনার না জন্ম দেন। ২৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে