মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ১০:১৬:০৩

মুগ্ধ সাকিব আল হাসান

মুগ্ধ সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক: নিজেদের প্রথম ম্যাচে এক অবিশ্বাস্য জয় তুলে নেয় সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। প্রতিপক্ষ চিটাগং ভাইকিংসের বিপক্ষে শেষ ওভারে ১৫ রান তুলে জয়ের বন্দরে পৌঁছায় দলটি। প্রথম ম্যাচের ন্যায় নিজেদের দ্বিতীয় ম্যাচেও রংপুরের শেষ ওভারে টার্গেট ছিল ১৫ রান। কিন্তু প্রতিপক্ষ দলের বিদেশি বোলার কুপারের বোলিং বেল্কিতে তা সম্ভব হয়নি সাকিবদের। কেভিন কুপারের শেষ ওভারে চার উইকেট হারায় দলটি। আর তাতে হারের ব্যবধানটা ১৩ রানের। আগের ম্যাচে ড্যারেন স্যামি দলকে জয় এনে দিলেও বরিশালের বিপক্ষে শেষ ওভারের প্রথম বলেই উইকেট দিয়েছেন তিনি। শেষ ওভারের আগে স্যামি থাকায় জয়ের আশায় বুক বেধেছিলেন রংপুরের অধিনায়ক সাকিব আল হাসানও। তবে শেষ ওভারে কেভিন কুপার জ্বলে উঠায় সেটি সম্ভব হয়নি বলে মনে করছেন সাকিব, ‘স্যামি যখন ক্রিজে ছিল, তখন আশা ছিল আমরা ভালো কিছু করবো। কারণ গতকালও শেষ ওভারে ১৫ রান দরকার ছিল। কুপার খুব ভালো বল করছিল, যা আমাদের জন্য ম্যাচটিকে কঠিন করে দেয়।’ মিরপুরের মাঠে রাতে ব্যাটিং অনেকটা কঠিন বলে মনে করছেন সাকিব। বলেন, ‘আমি যখন খেলেছি উইকেট ভালোই মনে হয়েছে। যদিও আমি বেশিক্ষণ টিকতে পারিনি। তবে দিনের চেয়ে রাতে খেলা একটু কঠিন। ২৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে