মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ১২:৪৮:৪৫

‘মৃত্যুমুখে শয়তানের সাথে লড়াইয়ে ফেরেশতারা জিতেছে’

 ‘মৃত্যুমুখে শয়তানের সাথে লড়াইয়ে ফেরেশতারা জিতেছে’

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন দাপটের সাথে ফিফার দায়িত্বপালন করেন সেপ ব্লাটার। বিশ্ব ফুটবলের এই গুরু দায়িত্বে আর নেই তিনি। করুণ জীবনে প্রবেশ করেছেন ফুটবলের এই কিংবদন্তি সংগঠক। নিজের সম্পর্কে তিনি বলেছেন অনেক কিছুই। এখন ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছেন তিনি। হাসপাতালের সিট যেন পিছু ছাড়ছে না। কয়েকদিন আগে টানা ছয় দিন হাসপাতালে ছিলেন ব্লাটার। হাসপাতাল জীবন শেষে তিনি বলেছেন, সেখানে আমি ফেরেশতা আর শয়তানের মাঝখানে ছিলাম। একদল গান করছিল আর একদল আগুন জ্বালছিল। তিনি বলেন, মৃত্যুমুখে আমি নিজের চোখে দেখলাম শয়তানের সাথে লড়াইয়ে ফেরেশতারা জিতেছে। ব্লাটার বলেন, এক সময়ে মনে হচ্ছিল আমি যেন আর শরীরের সাথে পারছিলাম না। প্রসঙ্গত, ফিফায় দীর্ঘ ১৮ বছর সভাপতি হিসাবে দায়িত্বপালন করেন তিনি। কিন্তু বিদায়টা শুভ হয়নি ব্লাটারের। দুর্নীতির অভিযোগ নিয়ে সরে দাঁড়াতে হয় তাকে। ২৪ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে