মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০২:৪৭:০২

ঝড়ো ব্যাটিংয়ের পর সাজঘরে দিলশান

ঝড়ো ব্যাটিংয়ের পর সাজঘরে দিলশান

স্পোর্টস ডেস্ক: বিপিএলের তৃতীয় দিনের প্রথম ম্যাচে মঙ্গলবার দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস। টসে জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিপক্ষের দেয়া সিদ্ধান্তে খেলতে নেমে ভালোই সূচনা করেন তামিম ইকবাল ও শ্রীলঙ্কান হার্ড-হিটার ব্যাটসম্যান দিলশান। দু’জনের শুভ সূচনা ভালো স্কোরের পথে এগিয়ে যায় দল। কিন্তু আজহার জহিদের বলে ইমরুল কায়েসের হাতে তালুবন্ধি হয়ে মাঠে ছাড়তে হয় দিলশানকে। সাজঘরে ফেরার আগে ছয়টি ৪ ও একটি ৬ এর মাধ্যমে ৩৬ রান তুলেন। চিটাগংয়ের হয়ে বর্তমানে মাঠে রয়েছেন তামিম ইকবাল ও এনামুল হক। তামিম ইকবালের ব্যাক্তিগত সংগ্রহ ২৬ বলে ২৬ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত চিটাগংয়ের সংগ্রহ ৮ ওভার ৩ বলে ৬৬ রান। ২৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে