মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৪:০৭:৪৮

২০১৫ বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী ও উইকেট শিকারিদের তালিকা

২০১৫ বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী ও উইকেট শিকারিদের তালিকা

স্পোর্টস ডেস্ক : চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। দেশি-বিদেশি তারকাদের অংশ গ্রহণে জমে উঠেছে আসর। ২০১৫ বিপিএলে দুর্দান্ত খেলছেন জাতীয় ক্রিকেট টিমের কয়েকজন ক্রিকেটার। সেরা দশ রান সংগ্রহকারীর তালিকায় মূল চমকটা টাইগারদেরই। বিপিএল শুরু হওয়ার আগে এক বাংলাদেশি ক্রিকেটারের মুখে ছিল সাহসী উক্তি। আর মাঠের লড়াইয়ে প্রমাণ মিলছে তার। সর্বশেষ রিপোর্টে মোতাবেক যে কয়টি ম্যাচ শেষ হয়েছে তার আলোকে বলা যায় সেই ক্রিকেটারের আত্মবিশ্বাসটা সঠিক যায়গায় রয়েছেন। এই টাইগার ক্রিকেটার হলেন তামিম ইকবাল। তামিম খেলছেন তামিমের মতই। এ পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন তিনি। তিন ম্যাচে ১৫৩ রান করেছেন তিনি। যেখানে দ্বিতীয় সর্বোচ্চ ৮৫ রান করেছেন ইয়াসির আলী। তৃতীয় সর্বোচ্চ ৮০ রান করেছেন মিসবাহ। চতুর্থ সর্বোচ্চ ৭৮ রান করেছেন বিজয়। দিলশান ৬৫ রান করে পাঁচ নম্বরে রয়েছেন। এখন পর্যন্ত শেষ হওয়া ম্যাচগুলোর বিবেচনায় সবেচেয়ে বেশি উইকেট শিকার করেছেন, বরিশাল বুলসের কেভিন কুপার (৫)। আমির, সফিউল ও সজীব ৪টি করে উইকেট পেয়েছেন। আবুল হাসান, সাকিব ও পেরেরা ৩ টি করে উইকেট পেয়েছেন। ২৪ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে