মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৪:৪৮:২০

সাঙ্গাকারার ছোঁয়ায় রোমাঞ্চিত মোসাদ্দেক

সাঙ্গাকারার ছোঁয়ায় রোমাঞ্চিত মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক: বিপিএলের তৃতীয় আসরে ঢাকা ডাইনামাইটসের চালকের আসনে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তী কুমার সাঙ্গাকারা। সেই দলে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশি তরুণ উদীয়মান ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন। বিশ্বসেরা কিংবদন্তী সাঙ্গাকারার সঙ্গে খেলতে পেরে দারুণ উচ্ছ্বাসিত দেশের এই তরুণ ব্যাটসম্যান। মঙ্গলবার মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তরুণ এই ক্রিকেটার জানালেন তার রোমাঞ্চের কথা। বলেন, ‘বিশ্ব সেরা এই কিংবদন্তীর সাথে খেলাটা আমার জন্য বড় পাওয়া।তার সঙ্গে খেলতে পারাটা যেন স্বপ্নের মত ব্যাপার। অনেক কিছু শেখার আছে তার কাছ থেকে। অনেক সাহায্য করছেন আমাকে তিনি। ব্যাটিং সম্পর্কে অনেক কিছু বলছেন আমাকে। এগুলো থেকে আমি অনেক শিখছি।’ প্রথম ম্যাচে মোসাদ্দেকের ব্যাট ঠিকভাবে হাসেনি। তবে যেটুকু ছিলেন তার সুর্বণ সুযোগ হয়েছিল সাঙ্গার সঙ্গে জুটি বাধার। সে সামান্য সময়ের অভিজ্ঞার কথা শুনালেন মোসাদ্দেক। বলেন, ‘সেদিন তিনি আমাকে বলেছিলেন আমি যাতে স্বাভাবিক খেলি।আসলে মাঠের ভেতরে-বাইরে তার সব কথাই গুরুত্বপূর্ণ।’ এই বছর প্রথম শ্রেণিতে ১২ ম্যাচে ৫১টি ছক্কা মেরেছেন মোসাদ্দেক। টি-টোয়েন্টিতেও সেই ধারা ধরে রাখতে চান তরুণ এই প্রতিভা। তিনি আরো বলেন, ‘আসলে আমার খেলার ধরণই এমন। তাছাড়া আমি টি-টোয়েন্টি আসরের সাথে পরিচিত না। আশা করি খুব দ্রুত নিজেকে মানিয়ে নিতে পারবো।’ প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড ৩টি ডাবল সেঞ্চুরি করে আলোচনায় উঠে এসেছেন মোসাদ্দেক হোসেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এ বছর ৬টি শতক করেছেন ২০ ছুঁইছুঁই ব্যাটসম্যান; ৯১.৬৬ গড়ে করেছেন ১ হাজার ৬৫০ রান। কয়েক দিন আগে জিম্বাবুয়ে সফরে দুটি বেসরকারি টেস্টে খেলেছেন ৬৬ ও ৮৫ রানের ইনিংস। ২৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে