মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৫:০২:১১

ফিফায় নতুন সভাপতি নির্বাচন করা নিয়ে মুখ খুললেন সেই ব্লাটার

ফিফায় নতুন সভাপতি নির্বাচন করা নিয়ে মুখ খুললেন সেই ব্লাটার

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে গুরুতর অসুস্থ হন ফিফার সাবেক সভাপতি সেফ ব্লাটার। অসুস্থ হওয়ার পর তার ঠিকানা হয় হাসপাতাল। ব্লাটারের হাসপাতালের জীবন ছিল খুবই করুণ। ব্লাটার সুস্থ হওয়ার পর বলেন, তিনি মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন। ফিফায় যে চলমান নির্বাচন বিতর্ক রয়েছে সে বিষয়ে কথা বলেছেন তিনি। এর আগে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে ইউয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকে অনৈতিকভাবে ১.৩৫ মিলিয়ন পাউন্ড দেয়ার। আর এই অভিযোগে সাময়িক নিষিদ্ধ করা হয় ব্লাটারকে। সুস্থ হওয়ার পরে ব্লাটার বলেন, ফিফার নীতিমালাতে আছে চুক্তি লিখিত অথবা মৌখিক চুক্তি হতে পারে। প্লাতিনিকে যে অর্থ দিয়েছেন তা তার পরামর্শ ফি হিসেবে দেয়া হয়েছে বলে জানান তিনি। নতুন বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন প্লাতিনি। ব্লাটার জানান তিনি, প্লাতিনির পক্ষে। প্লাতিনি নির্বাচন করলে তিনি তার পক্ষে কাজ করবেন ১৮ বছর ধরে ফিফার সভাপতি হিসাবে দায়িত্বপালকরা ব্লাটার। ২৪ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে