মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৬:০৫:১৭

টাইগার মাশরাফির অগ্নিঝরা ব্যাটিং তাণ্ডবে বিশাল ব্যবধানে জিতল কুমিল্লাহ

টাইগার মাশরাফির অগ্নিঝরা ব্যাটিং তাণ্ডবে বিশাল ব্যবধানে জিতল কুমিল্লাহ

স্পোর্টস ডেস্ক : মাশরাফি বিন মতুর্জাকে নতুনরুপে দেখার সুযোগ পেল ক্রিকেটবিশ্ব। সবাই জানে যে, মাশরাফি ঝড়ো ইনিংস খেলে থাকেন। কিন্তু শুরুর দিকে ব্যাটিংয়ে নেমে দানবীয় স্টাইলে হুঙ্কার দিতেই বা কয়জনে দেখেছেন তাকে? ২০১৫ বিপিএলে মাশরাফির ব্যাটে দেখা গেল অগ্নিঝড়া তাণ্ডব। আর তাতেই বিশাল ব্যবধানে উড়ে গেল তামিম ইকবালের দল চট্টগ্রাম ভাইকিংস। শুরুটা মোটেই ভালো করেনি কুমিল্লাহ ভিক্টোরিয়ান্স। ১০ রানে দুই উইকেট, পরে ৫৪ রানে তৃতীয় উইকেট হারায় কুমিল্লাহ। এখান থেকে ঘুরে দাঁড়ায় মাশরাফির দল। মাশরাফি নামেন ব্যাট হাতে। আর তখন থেকে কোনো উইকেট হারাতে হয়নি কুমিল্লাহকে। স্যামুয়েলসকে নিয়ে জয়ের বন্দরে পৌঁছে যান এই ক্রিকেট সেনা। দুই জনেই অপরাজিত থাকেন। ৩২ বলে ৫৬ রান করেন মাশরাফি। ৪ টি চার ও ৩টি ছয়ের মার ছিল এখানে। অন্যদিকে ৫২ বলে ৬৯ রান করে স্যমুয়েলস। ৮টি চার ও ১টি ছয় ছিল তার ইনিংসে। লিটন ব্যর্থ এখানেও। মাশরাফির দলের ওপনার লিটন করেন ৯ রান। ইমরুল করেন শূণ্য রান। অপর যে ব্যাটসম্যানের ব্যাট হাতে নামার সুযোগ হয় তিনি হলেন শুভাগত। শুভাগত ৩০ রান করে বিদায় নেন। আর অবশেষে আলাদিনের চেরাকের মত সাত উইকেটের বিশাল জয় পায় মাশরাফির দল। চট্টগ্রামের আমির দুটি উইকেট পান। অন্য উইকেটটি নেন শফিউল। আজমল থাকেন উইকেট শূণ্য। ৩ ওভারে আজমল দেন ৩৫ রান। নিয়ন্ত্রিত বোলিং বলতে যেটা ছিল সেটা ছিল আমিরের মধ্যে। ১৮ ওভার ৫ বলে ১৭৭ রানের লক্ষ্য পূরণ করেন মাশরাফি। এই জয়ের মাধ্যমে সবার ধারনাই পাল্টে দিলেন মাশরাফির দল। ২৪ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে