মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৬:০৯:৫০

প্রতিপক্ষ ৩৭ রানেই অলআউট, ভারতীয় সেই বোলার নিয়েছেন ৭ উইকেট

প্রতিপক্ষ ৩৭ রানেই অলআউট, ভারতীয় সেই বোলার নিয়েছেন ৭ উইকেট

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট ইতিহাসের পাতায় প্রতিদিনই যোগ হচ্ছে নানা ধরণের আজগুবি, রমাঞ্চকর সব ঘটনা। আবার কখনো কখনো হৃদয় বিদারক ঘটনাও ঘটে। এই তো সেদিন মাঠের মধ্যেই খেলতে খেলতে মারা গেলেন ফিল হিউজ। তবে ক্রিকেট মাঠে এবার ফিল হিউজের মতো কোন হৃদয় বিদারক অধ্যায় সূচিত হয়নি। বরং লজ্জাজনক এক ইনিংস দেখেছে ক্রিকেট বিশ্ব। ভারতেএখন চলছে সে দেশের প্রথম শ্রেণী ক্রিকেট ‘রঞ্জি ট্রফি’। আর এই টুর্নামেন্টে বেঙ্গল মুখোমুখি হয়েছিল ঊড়িষ্যার। পাঁচ দিনের এই ম্যাচে বেঙ্গলের কাছে লজ্জাজনকভাবে হেরে যায় ঊড়িষ্যা। এই দিন বেঙ্গলের ছুড়ে দেয়া ১৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঊড়িষ্যার দ্বিতীয় ইনিংস থেমে যায় মাত্র ৩৭ রানে। অসক ডিন্ডার ভয়ংকর বোলিংয়ে প্রতিপক্ষ ঊড়িষ্যার কোন ব্যাটসম্যানই দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত ১০ রানের গণ্ডিও টাপকাতে পারেননি। ঊড়িষ্যার পক্ষে সর্বোচ্চ ৭ রান করেন অরবিন্দ সিং এছাড়াও জাইনাথ বিহারি ৭ রানে অপরাজিত থাকেন। বেঙ্গলের পক্ষে অশোক ডিন্ডা একাই নিয়েছেন ৭ উইকেট। বাঁকি তিনটি উইকেট নিয়েছে প্রজ্ঞান ওঝা। সংক্ষিপ্ত স্কোর: বেঙ্গল প্রথম ইনিংস- ১৪২ রান এবং দ্বিতীয় ইনিংস ১৩৫ রান। ঊড়িষ্যা প্রথম ইনিংস- ১০৭ এবং দ্বিতীয় ইনিংস ৩৭ রান। ২৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে