মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৬:৩৫:২৯

বাংলাদেশে আসছেন ম্যারাডোনা!

বাংলাদেশে আসছেন ম্যারাডোনা!

ঢাকা: ভক্তদের কাছে ফুটবল এবং ম্যারাডোনা যেন সমার্থক। কেউ কেউ বলেন শতাব্দির সেরা ফুটবলার, আবার কারো কারো কাছে তিনি ফুটবল ঈশ্বর। ফুটবল ইতিহাসের এই জীবন্ত কিংবদন্তী নিজ দেশ আর্জেন্টিনার কাছে সত্যিই ফুটবল ঈশ্বর। কারণ তার হাত ধরেই আর্জেন্টিনা পেয়েছে বিশ্বকাপ। যাদুকরি এই ফুটবল কিংবদন্তীর ভক্ত সংখ্যা কিন্তু বাংলাদেশেও কম নয়। ১৯৯৪ বিশ্বকাপে মাদক গ্রহণের অভিযোগে ম্যারাডোনা যখন নিষিদ্ধ হলো, সেই দুঃখে বাংলাদেশের অনেক ম্যারাডোনা ভক্ত আত্মহত্যার মতো পথ বেছে নিতে চেয়েছিল। তাহলে একবার চিন্তা করুন, ম্যারাডোনাকে যদি কাছ থেকে নিজ চোখে দেখার সুযোগ পাওয়া যায়। তাহলে কতই না ভালো হতো। তবে আর চিন্তা নেই। ম্যারাডোনার বাংলাদেশি ভক্তদের জন্য এই স্বপ্ন এবার সত্যি হতে যাচ্ছে। আগামী বছর বাংলাদেশে আসছেন ম্যারাডোনা। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল এমনটি। ব্রিটেন ভিত্তিক ইউকে সকার লিগ প্রতিষ্ঠানের উদ্যোগে বাংলাদেশে হবে ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ। আগামী বছরের নভেম্বরেই হবে এই ফুটবল লিগ। আর এই লিগের উদ্বোধনীতে তিনি আসবেন, তা প্রায় নিশ্চিত। মঙ্গলবার সকালে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের গুলশানের বাসায় ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। আটটি দল নিয়ে আয়োজিত এই ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজনে বাফুফের সঙ্গে এই ইউকে সকাল লিগ তো থাকছেই, সঙ্গে থাকছে ভারতের সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ (সিএমজি) ও বাংলাদেশের ব্যবসায়িক গোষ্ঠী সাইফ পাওয়ারটেক। ম্যারাডোনার আসার সম্ভাবনা কতটুকু। ঘুড়ে ফিরে আসছে সেই প্রশ্ন। ভারতের সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপের নির্বাহী পরিচালক ভাস্বর গোস্বামী আশার পারদ চড়া রেখেই বলেছেন, ‘ম্যারাডোনাকে বলা আছে। তাঁর কাছ থেকে আমরা লিখিতভাবে সময় চেয়ে রেখেছি। আশা করছি তাঁকে এই প্রতিযোগিতায় নিয়ে আসা যাবে।’ ২৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে