মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৬:৪১:৩০

বাংলার মাটিতে বেশিদিন টিকলেন না ইতালিয়ান ফাবিও

বাংলার মাটিতে বেশিদিন টিকলেন না ইতালিয়ান ফাবিও

স্পোর্টস ডেস্ক: গত সেপ্টেম্বরে লোডভিক ডি ক্রুইফকে বিদায় করে দিয়ে ইতালিয়ান ফাবিও লোপেজের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু তিনিও বাংলার মাটিতে বেশিদিন টিকেনি। কোচ ফাবিও লোপেজের অধীনে ধারাবাহিকভাবে খারাপ ফল তাকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। আর তার জায়গায় নতুন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ মারুফুল হককে।তবে আগামী ডিসেম্বর শুরু হওয়া সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন লোপেজ। মঙ্গলবার ন্যাশনাল টিমস কমিটি লোপেজের অধীনের বাংলাদেশ দলের গত পাঁচ ম্যাচের পারফরম্যান্স মূল্যায়ন বিষায়ক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ন্যাশনাল টিমস কমিটির সভাপতি কাজী নাবীল আহমেদ সাংবাদিকদের লোপেজকে বিদায় করে দেওয়ার কথা জানান। লোপেজের অধীনে সর্বশেষ চীনের ইউনানে আসিয়ান ইন্টারন্যাশনাল ফুটবল ওপেন নামের আমন্ত্রণমূলক টুর্নামেন্টে বাংলাদেশ দলের ব্যর্থতায় লোপেজকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়াটা সহজ করে দেয়। আমন্ত্রণমূলক এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে এগিয়ে গিয়েও মিয়ানমারের ক্লাব হান্থারওয়েডি ইউনাইটেডের কাছে ৩-২ গোলে হারে মামুনলরা। দ্বিতীয় ম্যাচে চীনের দল লিজিয়ানের কাছে বাংলাদেশের হার ২-১ গোলে। ২৪, নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে