মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৮:৪২:২৩

১৫ বছর ক্যারিয়ারের এটাই মাশরাফি নতুন রেকর্ড

১৫ বছর ক্যারিয়ারের এটাই মাশরাফি নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানি উদীয়মান এবং চিটাগাং ভাইকিংসের তারকার বোলার মোহাম্মদ আমিরের বলটিকে মাঠছাড়া করেই মাঝ মাঠ থেকে ব্যাট ফেলে রেখে ভোঁ ভোঁ দৌড় করে দৌড় দিলেন মাশরাফি। কারণ, মাশরাফির আন্তর্জাতিক ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ওয়ানডে ও টেস্ট ম্যাচে হাফ সেঞ্চুরির স্বাদ পেয়েছেন অনেকবারই। কিন্তু ক্রিকেটের ছোট্ট ফরম্যাটে বিপিএলের মতো ঘরোয়া টি-টোয়েন্টিতে এই প্রথম হাফ সেঞ্চুরির রেকর্ড মাশরাফি বিন মুর্তুজার। আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ম্যাচ জয়ী ৫৬ রানের ইনিংস খেলেন মাশরাফি। এ ফরম্যাটে এটিই মাশরাফির প্রথম হাফ সেঞ্চুরি। ৫৬ রানের ইনিংসটি সাজান ৩২ বলে। তার ঝড়ো ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছয়ের মার। হাফ সেঞ্চুরি তুলে নেন ৩০ বলে, যা তার ক্যারিয়ারের দ্রুততম হাফ সেঞ্চুরি। ম্যাশ টি-২০ ক্যারিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পর অপরাজিত থেকে দলকে নেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মাশরাফি সেটাই জানালেন। বললেন, সত্যি বলতে কি, আমার বিশ্বাসই হচ্ছিল না এমন একটি ইনিংস খেলে ফেলেছি। আমার দৌড় দেখেই তো আপনারা বুঝতে পারছেন, আসলে কতটা উচ্ছসিত ছিলাম। তবে আমাকে মারলন স্যামুয়েলসও খুব সহযোগিতা করেছে।আমি তাকে ধন্যবাদ জানায়। ২৪, নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে