বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ১২:৩৭:১৯

হিউজকে এক মুহূর্তের জন্যও ভুলিনি : ক্লার্ক

হিউজকে এক মুহূর্তের জন্যও ভুলিনি : ক্লার্ক

স্পোর্টস ডেস্ক : পঁচিশের তাজা রক্ত, পঁচিশের দাপট, পঁচিশের সেই হাসি৷ থেমে গিয়েছিল ২৫ নভেম্বর, ২০১৪৷ তারপর, আর কখনও প্রাণবন্ত ছেলেটার দাপট দেখেনি কেউ৷ আর কখনও পঁচিশের ছেলেটার চেনা হাসি চোখে পড়েনি৷ ছেলেটা সেই যে পিচের ওপর জ্ঞান হারালো, আর জাগলোই না। দু’দিন বাদে সব ছেড়ে, সব্বাইকে কাঁদিয়ে চলে গেল পৃথিবী ছেড়ে৷ দেখতে দেখতে কেটে গেল এক বছর৷ ফিলিপ হিউজের সেই ভয়ঙ্কর দুর্ঘটনার বুধবার বর্ষপূর্তি৷ কিন্তু, গত বারো মাসে আদরের ‘ফিল’-কে ভোলেননি তিনি৷ ক্লার্ক বলেছেন, ‘না না, ছোট ভাইকে এক মুহূর্তের জন্যও ভুলিনি৷ সময় হয়ত এগিয়েছে৷ কিন্তু, এ এক ভয়ঙ্কর কঠিন সময়। প্রতিদিন ওর কথা মনে পড়েছে৷ ছোট্ট ভাইকে মিস করেছি৷’ শুক্রবার, ২৭ নভেম্বর সেই কালো দিন৷ যেদিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হেরে গিয়েছিলেন হিউজ৷ এবার সেই দিনটা কীভাবে কাটবে? ক্লার্ক আর তার স্ত্রী কেইলি সম্ভবত হাসপাতালে কাটাবেন৷ সঙ্গে থাকবে তাদের সদ্যোজাত মেয়ে কেলসে লি৷ নির্ধারিত সময়ের পাঁচ সপ্তাহ আগেই জন্মেছে লি৷ তাই আপাতত তাকে হাসপাতালেই রাখা হয়েছে৷ ঘটনাচক্রে হিউজের প্রথম মৃত্যুবার্ষিকীর দিনই শুরু হচ্ছে প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ৷ এডিলেডে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড৷ ক্লার্ক বলেছেন, ‘ওই দিনটা অস্ট্রেলিয়ার প্রতিটি প্লেয়ারের জন্য খুব কঠিন৷ আমার মনে হয়, সবার সবসময় হিউজের পরিবারের পাশে থাকা উচিত৷ ওদের প্রতি শ্রদ্ধা, সমবেদনা অটুট থাকুক চাই৷’ এক বছর কেটে গেলেও, প্রতিদিনই হিউজের পরিবারের খোঁজ রাখেন ক্লার্ক৷ হিউজের বোন মেগানের সঙ্গে নিয়মিত কথা বলেন তিনি৷ হিউজের আত্মজীবনী প্রকাশ করবে তার পরিবার৷ সে কাজে তাদের সব রকমের সাহায্য করছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক৷ ক্লার্ক বলেছেন, ‘ফিল কেমন মানুষ ছিল, এই বইটি পড়লে সবাই জানতে পারবেন৷ আমি নিশ্চিত, এই কাজটা শেষ হলে, ওর পরিবারের লোকেরাও গর্বিত হবে৷’ ২৫ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে