শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮, ০৬:২০:৩৮

আজকের ম্যাচে কলকাতার ঘুম হারাম করতে পারে সানরাইজার্সের এই তিনজন

আজকের ম্যাচে কলকাতার ঘুম হারাম করতে পারে সানরাইজার্সের এই তিনজন

স্পোর্টস ডেস্ক: ইডেনে বরাবর তিনি সাইরাইজার্স হায়দরাবাদের ত্রাস। শেষ চার বছরে ইডেনে এই একটি ম্যাচে তার স্কোর? ২২ বলে ৭২, ১৯ বলে ৩০, ৩৪ বলে ৫২ এবং ১৫ বলে ২১। দু’বার ম্যান অফ দ্য ম্যাচ। ইডেনে হায়দরাবাদ যে কোনদিন জয়ের মুখ দেখেনি, তার নেপথ্যে অন্যতম কারণ মনে করা হতো তাকে। সেই ইউসুফ পাঠান শনিবার (১৪ এপ্রিল) ইডেনে নামবেন সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতেই। প্রতিপক্ষ? কলকাতা নাইট রাইডার্স!

গত চার মৌসুমে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তার ব্যাটিং স্ট্রাইক রেট ১৩১.৬৩। শেষ তিন বছর ইডেনে এই ম্যাচে তার স্কোর যথাক্রমে ২৬ বলে ৩৩, ৩০ বলে ৪৮ এবং ৩৫ বলে ৪৬।অথচ সেই মণীশ পাণ্ডে শনিবার ইডেনে নাইটদের অন্যতম প্রধান কাঁটা! যার লক্ষ্যই হবে সুনীল নারিন-কুলদীপ যাদবদের গ্যালারিতে ওড়ানো।

শনিবার সাকিব আল হাসানের ঘূর্ণি জালের বিরুদ্ধে পরীক্ষা দীনেশ কার্তিকদের। সেই সাকিব ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুই ম্যাচে যার ইকোনমি ৭.৩৭।টি-টোয়েন্টি ক্রিকেটে যা বেশ দরের ইকোনমি বলেই মনে করা হয়। ত্রয়ীর সঙ্গে আজ কেকেআরের প্রতিপক্ষ আর এক প্রাক্তন নাইট। ঋদ্ধিমান সাহা। যিনি আবার নামবেন নিজের শহরে।

যা পরিস্থিতি তাতে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ দ্বৈরথের বৃহত্তর প্রেক্ষাপটে অপেক্ষা শুরু হয়ে গিয়েছে আর এক যুদ্ধের। প্রাক্তন বনাম বর্তমানের। যে যুদ্ধ ম্যাচের ভাগ্য নিয়ন্তা হয়ে দাঁড়ালেও অবাক হওয়ার কিছু থাকবে না। ইডেনের প্রতিটি ঘাস যে হাতের তালুর মতো চেনেন ইউসুফ-মণীশ-শাকিব-ঋদ্ধিরা!

কেকেআর শিবিরেও যে নাইট বনাম নাইট তত্ত্ব নিয়ে চিন্তাভাবনা চলছে,তা অধিনায়ক দীনেশ কার্তিকের কথাবার্তাতেই স্পষ্ট। ‘‘হ্যাঁ, প্রতিপক্ষ দলে ওই তিনজন রয়েছে। দীর্ঘদিন ওরা কেকেআরের হয়ে খেলেছে। তবে আমরা সকলেই এখানে রঞ্জি ম্যাচ খেলেছি। তাই ইডেনে পরিবেশ-পরিস্থিতি কেমন হবে, তা নিয়ে সকলেরই ধারণা রয়েছে, ‘সাংবাদিক বৈঠকে বলছিলেন কার্তিক। যোগ করলেন, ‘ইউসুফ ও মণীশের কথা যদি বলেন, ওরা তো ভারতের সব মাঠই চেনে। হ্যাঁ, কেকেআরে দীর্ঘদিন খেলার সুবাধে এখানকার পরিবেশে ওরা সাবলীল থাকবে। তবে ভারতের কোন মাঠে কীরকম আবহ, তা সকলেই জানে।’’

তবে ইউসুফ-মণীশরা শুনলে হয়তো খুশি হবেন যে, শনিবার যে পিচে তারা খেলবেন, সেখানে বড় রানের পূর্বাভাস করছেন কিউরেটর। ইডেনের চার নম্বর পিচে ম্যাচ। উইকেটে সামান্য সবুজের আভা। টুর্নামেন্ট শুরুর আগে এই উইকেটে দু’টো প্রস্তুতি ম্যাচ খেলেছিল কেকেআর। দুই ম্যাচেই দুশোর ওপর স্কোর উঠেছিল। শুক্রবার (১৩ এপ্রিল) বিকেলে পিচ দেখে যান সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও। শোনা গেল, তিনিও উইকেটের প্রশংসা করেছেন। কিউরেটর জানালেন, বল পড়ে দারুণভাবে ব্যাটে আসবে। তাই স্ট্রোক-প্লে’র সুবিধা হবে। আর কে না জানে এই ধরনের পিচে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন ইউসুফ-মণীশরা।

নাইট শিবিরে আরো কিছু অস্বস্তি রয়েছে। বিনয় কুমারের ফর্ম। তার পরিবর্ত হিসাবে যাকে ভাবা হচ্ছিল, সেই কমলেশ নাগরকোটির চোট নিয়ে আবার ধোঁয়াশা তৈরি হয়েছে। শুক্রবার তিনি মাঠে আসেননি। নাইটদের নেটে বল করলেন কর্নাটকের মিডিয়াম পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। কী হয়েছে নাগরকোটির? কেনই বা রাতারাতি উড়িয়ে আনা হল কৃষ্ণকে? কেকেআরের তরফে রাত পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, চোট পেয়েছেন নাগরকোটি। ক্রিস লিন ও মিচেল জনসন ফিট বলে দাবি করা হল। নেটে পুরোদমে বোলিং করলেন জনসন।

তবে একশো শতাংশ ফিট কি না, জোর দিয়ে বলা যাচ্ছে না। যদিও মনে করা হচ্ছে, চার ওভার বোলিং করে দেওয়ার মতো ফিট হয়ে গিয়েছেন জনসন। পাশাপাশি হায়দরাবাদ শিবির সম্ভবত পেয়ে যাচ্ছে ফিট ভুবনেশ্বর কুমারকে। যিনি বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি। এমনিতেই হায়দরাবাদের বোলিং টুর্নামেন্টের অন্যতম সেরা। তার ওপর ভুবনেশ্বর খেলা মানে কেকেআর ব্যাটসম্যানদের অস্বস্তি আরো বাড়বে বই কী!

নাইটদের স্বস্তি বলতে, হায়দরাবাদের বিপক্ষে দলকে সমর্থন করতে মাঠে থাকবেন শাহরুখ খান। কেকেআর থেকে বলা হল, এবারের নিলামে দল নতুন করে সাজানোর পক্ষে ছিলেন কিং খান। নতুন দল যাতে মাঠে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেটা নিশ্চিত করতেই থাকতে চান শাহরুখ। পরপর দুই ম্যাচ জিতে চনমনে হায়দরাবাদ। এখন বাজিগরের উপস্থিতিতেই যদি বাজি পাল্টায়!
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে