বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০৮:৪৯:১৩

ইনজুরি থেকে ফিরে যাদু দেখালেন মেসি

ইনজুরি থেকে ফিরে যাদু দেখালেন মেসি

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার খেলার দিনে মাঠে যদি মেসি না থাকে, তাহলে কি খেলা জমে? ক’দিন আগে হাটুর ইনজুরি থেকে দলে ফিরে ভক্তদের মনে হতাশা দূর করেছেন আর্জেন্টিনা দলের ফুটবল যাদুকর লিউনেল মেসি। ইনজুরি থেকে ফিরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রীতিমত যাদু দেখিয়েছেন তিনি। মঙ্গলবার টুর্নামেন্টের ‘ই’ গ্রুপের ম্যাচে নিজেদের মাঠ ন্যূ ক্যাম্পে রোমাকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা। এর আগে প্রথম লেগে রোমার মাঠে ১-১ গোলে ড্র নিয়ে ফিরেছিল লুইস এনরিকের দল। যে কারণে দ্বিতীয় লেগের ম্যাচটি বেশ গুরুত্বপুর্ণ হয়ে পড়ে তাদের। আর সেই ম্যাচেই জ্বলে উঠল কাতালানরা। সেইসঙ্গে বড় ব্যবধানের জয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করলো বার্সেলোনা। স্বাগতিকদের হয়ে দুটি করে গোল করেন লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ। তাছাড়াও গোলের দেখা পেয়েছেন জেরার্ড পিকে এবং আদ্রিয়ানো। আর ম্যাচের শেষ মুহূর্তে রোমার হয়ে স্বান্তনার একমাত্র গোলটি করেন এডিন জেকো। গত দুই মাস আগে ইনজুরির কারণে মাঠ থেকে ছিটকে পড়েছিলেন মেসি। মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোকে মঞ্চ বানিয়েই খেলতে নামেন তিনি। বদলি খেলোয়াড় হিসেবে সেই ম্যাচে ফিরেন এলএম টেন। আর রোমার বিপক্ষেই দুই মাস পর প্রথমবারের মতো মূল একাদশে মেসিকে খেলার সুযোগ দেন বার্সেলোনার কোচ। দারুণ সেই সুযোগটাকে কাজে লাগাতে মোটেই ভুল করলেন না বার্সেলোনার প্রাণভোমরা। তবে রোমার বিপক্ষে গোল উৎসবের শুরুটা করে দেন দুর্দান্ত ফর্মে থাকা সুয়ারেজ। ম্যাচ শুরুর ১৫ মিনিটে ব্রাজিলিয়ান তারকা নেইমারের বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে সুয়ারেজকে দেন দানি আলভেস। আর তা নিখুঁত শটে রোমা গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ান সুয়ারেজ। প্রথম এগিয়ে যাওয়ার মাত্র তিন মিনিট পরই মেসির ঝলক। অসাধারণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথমার্ধের ৪৪ মিনিটে আবারও গোল করেন সুয়ারেজ। যে কারণে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় কাতালান ক্লাবটি। দ্বিতীয়ার্ধে যেন আরও বেশি জ্বলে উঠে লুইস এনরিকের শিষ্যরা। ম্যাচের ৫৬ মিনিটে গোলের দেখা পান রক্ষণসৈনিক জেরার্ড পিকে। ৫৯তম মিনিটে মেসি করেন তার দ্বিতীয় গোল। তবে দ্বিতীয়ার্ধের ৭৭তম মিনিটে বক্সের মধ্যে নেইমার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। গোল করার সুযোগ পান নেইমার। কিন্তু দুর্ভাগ্য এই ব্রাজিলিয়ান সুপারস্টারের। মেসি আর সুয়ারেজের রাতে নেইমারের নেওয়া পেনাল্টি রুখে দেন রোমা গোলরক্ষক। তবে ফিরতি শটে স্কোরলাইন ৬-০ করে দেন আরেক ব্রাজিলিয়ান আদ্রিয়ানো। আর ৯০ মিনিটে স্বান্ত্বনার এক গোল করে কেবলই ব্যবধান কমান এডিন জেকো। সূত্র : ডেইলি মেইল, বিবিসি ২৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে