বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০৯:১৩:৫৫

‘তামিমকে গালি’ ইস্যুতে নড়ে চড়ে বসেছেন বিপিএল গভর্নিং কাউন্সিল

‘তামিমকে গালি’ ইস্যুতে নড়ে চড়ে বসেছেন বিপিএল গভর্নিং কাউন্সিল

স্পোর্টস ডেস্ক: সিলেট সুপারস্টার্সের ২ বিদেশী খেলোয়াড়ের অনাপত্তিপত্র প্রদানে বিলম্ব হওয়ায় সোমবার তামিমকে গালিগালাজ করেছিলেন সিলেট সুপারস্টার্সের মালিক। এমন অভিযোগের প্রেক্ষিতে নড়ে চড়ে বসেছেন বিপিএল গভর্নিং কাউন্সিল। ম্যাচশেষে সংবাদ সম্মেলনেই সেই অভিযোগ করেছিলেন স্বয়ং তামিমই। এ বিষয়ে উভয়পক্ষের বক্তব্য শুনে কারো বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে শেখ সোহেল বলেছেন, ‘এখানে তদন্তের ব্যাপার আছে। শতভাগ তদন্তের পর বোঝা যাবে কী হয়েছে। তদন্তের মাধ্যমে কারো বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না।’ খুব দ্রুতই এ তদন্ত সমাপ্ত হবে বলেও আশা প্রকাশ করেছেন শেখ সোহেল। তবে প্রতিদিন ২টি করে ম্যাচ থাকায় বিষয়টি তদন্তে কিছুটা সময় লাগছে বলেও জানান তিনি। বিসিবির এই কর্মকর্তা বলেছেন, ‘প্রতিদিন দু’টি করে খেলা আছে। তদন্তের জন্য সাময় প্রয়োজন। সবার সঙ্গে কথা বলতে হবে। যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের বক্তব্যও শুনব। যার মধ্যে খেলোয়াড়রাও রয়েছেন। কিন্তু দু’টি করে খেলা থাকায় সবার সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া যাচ্ছে না। আশা করছি, ৩-৪ দিনের মধ্যেই এ বিষয়ে তদন্ত শেষ করা সম্ভব হবে।’ তামিমকে গালি দেয়ার এই ঘটনা সত্য প্রমানিত হয়ে ফেঁসে যেতে পারেন সিলেট সুপারস্টার্সের মালিক। সেই সঙ্গে দল হিসেবে সিলেট সুপারস্টার্সেরও শাস্তি হতে পারে। ২৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে