বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০৯:৪৬:০৬

চিটাগাং ভাইকিংসের উপর আতাপাত্তুও অসন্তুষ্ট

চিটাগাং ভাইকিংসের উপর আতাপাত্তুও অসন্তুষ্ট

স্পোর্টস ডেস্ক: জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর তৃতীয় আসর। এবারের আসরের প্রায় প্রতিটি ম্যাচের ফলাফল বের হচ্ছে শেষ ওভারে। কখনো কখনো শেষ বলে! কিন্তু বিপিএল জোয়ারে নিজেদের ভাসিয়ে নিতে ব্যর্থ হচ্ছে তামিম ইকবালের দল চিটাগাং ভাইকিংস। তারা এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র ১টিতে। প্রথম দুই ম্যাচ হারের অন্যতম কারণ ক্যাচ মিস। দলটির ক্যাচ মিসের এই মহড়া ছিল মঙ্গলবারও। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষেও একাধিক ক্যাচ তালুবন্দী করতে ব্যর্থ হয়েছেন চিটাগাংয়ের ফিল্ডাররা। শুধু ক্যাচ মিস নয়, ওভার থ্রোতেও বাড়তি রান দিতে হয়েছে দলটিকে, যার মাসুল দিতে হয়েছে ৭ উইকেটে ম্যাচ হেরে। ম্যাচ শেষে ফিল্ডিং নিয়ে তাই কিছুটা অসন্তুষ্টি দেখা গেল চিটাগাং ভাইকিংস কোচ মারভান আতাপাত্তুর মধ্যে। তিনি বলেছেন, ‘ফিল্ডিংয়ের যে মান তা স্ট্যান্ডার্ড লেভেলে নেই। এ জন্য সবাইকে আরও বেশী অনুশীলন করতে হবে। ক্যাচ ড্রপ করা কোনোভাবেই কাম্য নয়। ক্যাচ ড্রপের কারণেই অনেক সময় ম্যাচ হাতছাড়া হয়ে যায়।’ হেরে যাওয়া দুটিসহ ৩ ম্যাচেই চিটাগাংয়ের রান ১৭৫-এর বেশী ছিল। অথচ প্রতিপক্ষ দল দু’বারই দলটির দেওয়া লক্ষ্য চেজ করেছে। আর সিলেট সুপারস্টার্সের বিপক্ষে জিতেছে ভাগ্যের জোরে, ১ রানে! তবে আতাপাত্তু মনে করছেন, টোয়েন্টি২০ ফরম্যাটে ব্যাটসম্যানদের ওপরই মূল দায়িত্বটা থাকে। তিনি বলেছেন, ‘টোয়েন্টি২০ সব সময়ই ব্যাটিংনির্ভর। বোলারদের ভূমিকা এখানে খুব কমই। আমির বা আজমলের বিষয়টা ব্যতিক্রম। এই ম্যাচে আমাদের আরও অন্তত ২০ রান করা উচিত ছিল।’ তবে ব্যাটিংয়ের ওপর জোর দিলেও সাফল্য পেতে বোলিং-ব্যাটিং দুই দিকেই শক্তির ভারাসাম্য থাকতে হবে বলে মনে করেন আতাপাত্তু। ২৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে