বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ১১:০৮:২৮

‘আর কোনো দিন ক্রিকেট খেলব না’

‘আর কোনো দিন ক্রিকেট খেলব না’

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবাল ও সিলেট দলের মালিকের মধ্যে যে আপত্ত্বিকর ঘটণা ঘটে সেটা সবার কাছেই পরিস্কার। চট্টগ্রাম ভাইকিংসও ফুঁসে উঠেছেন এই ঘটনায়। তামিম ইকবালরা ঘটনার পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে জোড় দাবি জানিয়েছে এই ঘটনাকে আমলে নেয়ার জন্য। তামিমের অভিযোগ করেন, বাবা-মাকে তুলে গালি দেবে এটা মেনে নেয়া যায় না। তামিম বলেন, বিচার না পেলে আর কোনো দিন ক্রিকেট খেলবে না! এই ঘটণাটি তুমুল প্রভাব ফেলেছে ক্রিকেটভক্তদের মাঝেও। কেউবা সিলেটকে সমর্থণ করছেন কেউবা তামিমকে সমর্থণ করেছে। তবে ঘটনা যাই হোক বাংলাদেশ ক্রিকেট এ বিষয়ে কিছু একটা করতেই যাচ্ছে। গালি দেয়ার বিষয়টি শুনে অবাক হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চট্টগ্রাম ভাইকিংস নামের একটি পেইজে এই ঘটনার জন্য বিচার দাবি করা হয়। সেখানে বলা হয় দেশসেরা ওপেনার দেশের হয়ে সর্বোচ্চ রান ফিফটি সেঞ্চুরির মালিক বস তামিমকে গালি দিবে। এটা মেনে নেয়া যায় না। সিলেট দলের মালিককে স্টেডিয়ামে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। ২৫ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে