বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ১১:৪২:২৩

দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ ফুটবল টিমের নতুন কোচ যা বললেন

দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ ফুটবল টিমের নতুন কোচ যা বললেন

স্পোর্টস ডেস্ক : ধারনা করা হয়েছিল ফ্যাবিও লোপেজ হয়তো দীর্ঘদিন থাকবেন বাংলাদেশে। না, সেটি আর হয়নি। সাফের আসর যখন কড়া নাড়ছে দরজায় তখনই বিদায় নিতে হয় তাকে। বাংলাদেশ ফুটবল টিমের নতুন কোচ হিসাবে নিয়োগ দেয়া হয় মারুফুল হককে। মারুফুল বাংলাদেশি কোচ। কোচিং পেশায় দীর্ঘদিন ধরে রয়েছেন তিনি। দেশের বিভিন্ন ক্লাবের কোচ হিসাবে কাজ করেছেন এ দেশীয় কোচ। মামুনুল-জাহিদদের দুর্বলতা সম্পর্কে তার ভালই জানাশোনা রয়েছে। মারুফুল নিজের মুখেই বলেছেন এই কথা। ডিসেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের লড়াই। মারুফুল দায়িত্ব বুঝে মাওয়ার পর এক সাক্ষাৎকারে বলেন, একটি টিমকে তৈরী করার জন্য অন্তত ৬ সপ্তাহ লাগে। কিন্তু আমি এ সময় পাচ্ছি না। কিন্তু এই শিরোপার বিষয়ে তবুও আমি আশাবাদী। বাংলাদেশ প্রতি বছরই শিরোপার জন্য খেলতে যায় উল্লেখ করে মারুফুল বলেন, এবার আমরা প্রত্যাশা পূরণের জন্য সর্বাত্মক চেষ্টা করব। ২৫ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে