বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০২:১১:৪৬

বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রকারীদের তালিকা

বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রকারীদের তালিকা

স্পোর্টস ডেস্ক : তৃতীয় বারের মত মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর। এমন অনেক দেশি-বিদেশি ক্রিকেটার রয়েছেন যারা বিপিএলের শুরু থেকে এবারের আসরেও খেলছেন। ক্যারিবীয়ান কিংবদন্তি ক্রিস গেইল ও পাকিস্তানের বুম বুম হিসাবে খ্যাত শহীদ আফ্রিদিসহ অনেক বড় বড় তারকা প্রথম বিপিএলে অংশ নেন। তবে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় রয়েছে ভিন্ন চমক। বিপিএলের আসরে সর্বোচ্চ রান ব্রাড হজের। ৭৫৬ রান করেন তিনি। বিভিন্ন দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন মুশফিকুর রহিম। ৭২৪ রান করেন তিনি। ঢাকার হয়ে আশরাফুল করেন তৃতীয় সর্বোচ্চ ৬১৬ রান করেন। এর পরে রয়েছেন সাকিব। তবে তার রানও ৬১৬। এনামুল হক বিজয় রয়েছেন সেরা পাঁচে। তিনি করেছেন ৬১০ রান। ২৫ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে