বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০২:৩০:৫৯

ভারতের বিপক্ষে টাইগার মিরাজের বিধ্বংসী ব্যাটিং

ভারতের বিপক্ষে টাইগার মিরাজের বিধ্বংসী ব্যাটিং

স্পোর্টস ডেস্ক : সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ টিমের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ব্যাট করতে নেমে ৪৭ রানেই তিন উইকেট হারায় বাংলাদেশের ক্রিকেটাররা। এরপর পাঁচে ব্যাট করতে আসেন মেহেদি হাসান মিরাজ। দেখা যায়, ভারতের বিপক্ষে টাইগার মিরাজের বিধ্বংসী ব্যাটিং। ১০৩ বলে ৮৭ রান করে বাংলাদেশকে ভদ্রস্থ স্কোরের দিকে নিয়ে যান৷ এরপর নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ২২২ তোলে বাংলাদেশ৷ অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদেই বাংলাদেশকে চার উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছে গেল অনূর্ধ্ব-১৯ টিম ইন্ডিয়া৷ রান তাড়া করতে নেমে অধিনায়ক ঋষভ পান্ত (৫১) ও সুন্দর ওয়াশিংটনের (৫০) সৌজন্য সহজেই জিতে যায় দ্রাবিড়ের শির্ষরা।-কলকাতা ২৫ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে