বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ১২:৫৩:৩১

মাশরাফিদের জন্য বাংলাদেশকে যে পুরস্কারের ঘোষণা দিয়েছে আইসিসি

মাশরাফিদের জন্য বাংলাদেশকে যে পুরস্কারের ঘোষণা দিয়েছে আইসিসি

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে দীর্ঘ ১৫ বছর ধরেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আইসিসির সাথে রয়েছে বাংলাদেশ। এই সময়ে বাংলাদেশের ক্রিকেটে যে উন্নতি হয়েছে তাতে অভিভূত খোদ আইসিসি। আইসিসি আয়োজিত প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ আসরেই অংশ নেয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেট দেখে মুগ্ধ হয় আইসিসি। মাশরাফিরা নজর কাড়েন এই প্রতিষ্ঠানের। টেস্ট ক্রিকেটের উন্নতির জন্য আইসিসির কাছ থেকে পুরস্কার স্বরুপ এক কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ। দেশের টাকার অংকে যা প্রায় একশ কোটি টাকা। টেস্ট ক্রিকেটের উন্নতি এবং জনপ্রিয়তা টিকিয়ে রাখার জন্য এই টাকা ব্যয় করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বিভিন্ন কিস্তিতে বাংলাদেশকে এই টাকা দেবে আইসিসি। ২৬ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে