বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০১:৫৬:১১

দর্শকদের সামনে আমলাদের ইতিহাসের সেরা লজ্জা দিল ভারত

দর্শকদের সামনে আমলাদের ইতিহাসের সেরা লজ্জা দিল ভারত

স্পোর্টস ডেস্ক : করুণ চিত্র নেমে আসে ভারত-দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টে। এমনিতেই পাল ছিড়ে গেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট টিমের। প্রথম দিনের শুরুটা স্বাভাবিক বিবেচনায় দারুণ করে দক্ষিণ আফ্রিকা। কিন্তু এই দারুণ ক্রিকেট গোল্লায় গেল। নাগপুরের স্টেডিয়ামে আমলা বাহিনীকে চরমভাবেই নয় ইতিহাসের সেরা লজ্জাটা দেয় ভারতের ক্রিকেটাররা। এর চেয়ে আর লজ্জা হয়তো কিছুই নেই। নাগপুর মাঠে টেস্ট ক্রিকেটে ১১৩ বছরের মধ্যে সবচেয়ে বড় লজ্জায় পড়লো দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে মাত্র ৭৯ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। ১২ রানে ৫ উইকেট হারানোর পর ৭৯ রানে গুটিয়ে যাওয়ার দিক থেকে ইহা শতবর্ষের রেকর্ড। নিজেদের ব্যর্থতার দিনে আমলা ১ রান করে আউট হন। ৩৬০ ডিগ্রির এবি করেন ০ রান। অনেকেরই রান এই স্টাইলে। ডুমিনি করেছেন সর্বোচ্চ ৩৫ রান। ভারত নিজেদের ইনিংসে ২১৫ রানে গুটিয়ে যায়। তখন ধরে নেয়া হয় দক্ষিণ আফ্রিকা এই ঘুরে দাঁড়ানোকে ধরে রাখবে। কিন্তু না, নিজেদের ব্যাটিংয়ে নেমে লজ্জার রেকর্ড গড়ে তারা। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভালো খেলছে ভারত। ২৬ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে