বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৩:২০:০৬

বিশ্বকাপ পরিচালনায় আইসিসিতে নিয়োগ পেল ৪ দেশের যে ৪ নারী

বিশ্বকাপ পরিচালনায় আইসিসিতে নিয়োগ পেল ৪ দেশের যে ৪ নারী

স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশও। এই বিশ্বকাপের নানা দিক নিয়ে এখন ব্যস্ত আইসিসি। আম্পায়ারের কাজটি সুরাহা করতে যাচ্ছে আইসিসি। আসরের বিভিন্ন ম্যাচ পরিচালনার জন্য এরই মধ্যে ৪ নারী আম্বায়ারকে নিয়োগ দেয়া হয়েছে। বাংলাদেশ, চীন, আয়ারল্যান্ড, হল্যান্ড, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে মহিলা ক্রিকেট দল ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলবেন। অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক, নিউজিল্যান্ডের কাথলিন ক্রস, ইংল্যান্ডের সু রেডফার্ন এবং ওয়েস্ট ইন্ডিজের জ্যাকুলিন উইলিয়ামসকে আম্বায়ার হিসাবে নিয়োগ দিয়েছে আইসিসি। বাছাইপর্বেও বিভিন্ন ম্যাচ পরিচালনা করবেন তারা। এ বছরের ২৮ নভেম্বর থেকেই শুরু হবে বাছাই পর্ব। আর ২০১৬ সালে বাছাইপর্ব শেষে মাঠে গড়াবে মূল পর্ব। ২৬ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে