বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৩:৫৫:৪০

বিসিবির ডাক পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে উড়ে গেলেন যারা

বিসিবির ডাক পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে উড়ে গেলেন যারা

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পূর্ব নির্ধারিত সূচি মোতাবেক বৃহস্পতিবার উড়ে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। দেশের জন্য এবার বিমানের পথ ধরেছেন তারা। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ ৩টি দেশের বিরুদ্ধে মাঠে নামবে। এই লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে থাই এয়ারওয়েজের একটি বিমানে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ নারী ক্রিকেট টিমের সদস্যরা। বাছাইপর্বে বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে। এখানে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি। এই সফরের জন্য ১৪ সদস্যবিশিষ্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের প্রমীলা ক্রিকেট দলে রয়েছেন : জাহানারা আলম (অধিনায়ক), আয়শা রহমান (সহ-অধিনায়ক), সালমা খাতুন, পান্না ঘোষ, রুমানা আহমেদ, লতা মণ্ডল, রিতু মনি, নিগার সুলতানা, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, নাহিদা আক্তার ও শায়লা শারমিন। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব শেষে ২০১৬ সালে অনুষ্ঠিত হবে মূল লড়াই। ২৬ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে