বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৪:২৫:১২

ইমরান তাহিরের ঘূর্নিতে নিজেদের মাটিতে চরম লজ্জায় পড়ল ভারত

ইমরান তাহিরের ঘূর্নিতে নিজেদের মাটিতে চরম লজ্জায় পড়ল ভারত

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ও ভারতের তৃতীয় টেস্ট না যেন সিনেমার নাটক! ক্রিকেটের এক নির্মম বাস্তবতার চিত্র ভারত-দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টে। এই টেস্টটি দক্ষিণ আফ্রিকার সমতায় ফেরার অন্যদিকে ভারতের টেস্ট সিরিজ জয়ের। ৩ দিন হাতে থাকলেও এই টেস্ট সম্পর্কে পরিস্কার কিছু ধারনা করা যায় এবার। সেটি হলো ড্র হওয়ার কোনো সম্ভাবনা নেই এই টেস্টের। হয় ভারত নয় দক্ষিণ আফ্রিকা চমক দেখাবে জয়ের মাধ্যমে। তবে দক্ষিণ আফ্রিকা যে লড়াইয়ে ফিরবে এটা ছিল ধারনার বাইরে। দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৭৯ রানে গুটিয়ে যায়। যা একটি বিশেষ দিক দিয়ে ১১৩ বছরের ক্রিকেট ইতিহাসে রেকর্ড। ভারত যখন দ্বিতীয় ইনিংসে নিজেদের ব্যাটিংয়ে নামে তখন দক্ষিণ আফ্রিকার শিবিরে আনন্দের বন্য বইয়ে দেয় ইমরান তাহিহের ঘূর্নি। জবাব-পাল্টা জবাবের অনন্য একটি ম্যাচ এটি। কোহলি, ধাওয়ান, রায়েনা ও সাহাকে ফেরান ইমরান তাহির। ১৭১ রান করে যখন ৯ উইকেট হারিয়েছে ভারত তখন ইমরানের যোগ্য সঙ্গী মরকেলও। মরকেল নেন ৩ টি উইকেট। খেলার এই পরিসংখ্যানে দক্ষিণ আফ্রিকার সামনে রয়েছে ৩০১ রানের লিড। দক্ষিণ আফ্রিকা যেন আলোর আভা দেখছে। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে আগের চরিত্রে পরিবর্তন আনতে হবে আমলা-ভিলিদের। হাতে প্রায় ৩ দিনের মত সময় দক্ষিণ আফ্রিকার। অশ্বিন-জাদেজার আক্রমণ সামাল দিয়ে উইকেটে টিকে থাকতে পারলেই চমক দেখাতে পারবে দক্ষিণ আফ্রিকা। ২৬ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে