বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৪:২৬:০৭

সাকিবের বোলিং ঝাঁজ আজও টের পাচ্ছে সিলেট

সাকিবের বোলিং ঝাঁজ আজও টের পাচ্ছে সিলেট

স্পোর্টস ডেস্ক: টপঅর্ডারদের ব্যাটিং অদক্ষতায় বিপিএলের নবম ম্যাচে সিলেট সুপারস্টার্সের বিপক্ষে ১০৯ রানের সহজ স্কোর দাঁড় করায় রংপুর রাইডার্স। দলের হয়ে ৫৪ রান সংগ্রহ করতেই ৪ উইকেট পড়ে যায় দলটির। দলের পঞ্চম উইকেটে রক্ষা কবচ হয়ে ব্যাট করতে নামেন অধিনায়ক সাকিব আল হাসান। সঙ্গী হিসেবে পান লঙ্কান থিসারাকে।থিসারাকে নিয়ে সাকিব অকুতোভয় বীরের ন্যায় লড়ে কিছুক্ষন।কিন্তু শেষ পর্যন্ত শহীদের বলে কোভের হাতে তালু বন্দি হয়ে মাঠ ছাড়তে হয় গত ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচের’ সম্মানে ভূষিত হওয়া সাকিবকে। নিজেদের দুর্দিনে বৃহস্পতিবারের ম্যাচেও বল হাতে আলো ছড়াচ্ছেন সাকিব। ৩ ওভারে ২৮ রান দিয়ে তুলে নিয়েছেন মহামূল্যবান দুটি উইকেট। প্রসঙ্গত, বুধবারে রংপুরের জয়ের দিনে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠে ব্যাট-বলে জ্বলে ওঠা দেশ সেরা এই অলরাউন্ডারের হাতে।বল হাতে প্রতিপক্ষ দল থেকে চিনিয়ে নিয়েছেন মহামূল্যবান চার উইকেট। এছাড়া ব্যাট হাতেও করেছেন অপরাজিত ২৪ রান। ২৬ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে