বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৫:৩৭:৫০

ভারতের বিপক্ষে খেলা নিয়ে নড়েচড়ে উঠলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ভারতের বিপক্ষে খেলা নিয়ে নড়েচড়ে উঠলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক : পুরোটাই রাজনৈতিক বৃত্তে ভারত-পাকিস্তানের ক্রিকেট। ভারতের সাথে ক্রিকেট খেলা নিয়ে নড়েচড়ে ওঠেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ বিষয়ে বেশ কিছু কাজ নিজ হাতে করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সম্প্রতি দুবাইতে অনুষ্ঠিত বৈঠকে বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর ও পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খানের মধ্যে ঠিক হয় ডিসেম্বরে সিরিজ খেলবে তারা। বাংলাদেশ, শ্রীলঙ্কা আর না ইংল্যান্ডে খেলবে এই দুই দেশ সে বিষয়ে অফিসিয়াল বার্তা পাওয়া যায়নি এখনো। বৃহস্পতিবার ভারতীয় মিডিয়া জানায়, ইংল্যান্ডের মাটিতে হতে পারে এই দুই দেশের ক্রিকেট লড়াই। এর আগে বলা হয় শ্রীলঙ্কার কথা। আবার বাংলাদেশের নামও ওঠে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ভারতের সঙ্গে দ্বি-পাক্ষিক সিরিজ খেলার জন্য অনুমতি দিয়েছেন। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার সবুজ সঙ্কেত দিয়েছেন পাক প্রধানমন্ত্রী৷ সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের শেষের দিকেই মাঠে গড়াতে এই দুই দেশের ক্রিকেট ম্যাচ। তবে নাটকীয়তা যেহেতু চলছেই তাই দেখার অপেক্ষা যে শুধু নাটকীয়তা না বাস্তবতা। ২৬ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে