বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৬:০৫:১২

আম্পায়ারের সাথে ক্রিকেটারদের কথা কাটাকাটি, বিপাকে সাকিব

আম্পায়ারের সাথে ক্রিকেটারদের কথা কাটাকাটি, বিপাকে সাকিব

স্পোর্টস ডেস্ক: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিজেদের চতুথ ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয় সিলেট সুপারস্টার্স। আর এই ম্যাচেই ঘটে যায় বিপিএলে আরো একটি অপ্রীতিকর ঘটনা। খেলা চলাকালিন ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন রংপুর রাইডার্সের ক্রিকেটাররা। এসময় তাদের সঙ্গে যোগ দেন অধিনায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিমের দল সিলেট সুপার স্টারের বিপক্ষে প্রথমে টস জিতে ব্যাট করতে নামে সাকিবের রংপুর। তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১০৯ রান তুলতে সক্ষম হয়। জবাবে সিলেট সুপারস্টার্স ব্যাট করতে নেমে ইনিংসের ১৩ তম ওভারে রংপুরের শ্রীলঙ্কান পেসার থিসারা পেরেরা। ওই ওভারের শেষ বলটিতে পরাস্ত হয়েছেন মুশফিক; বল জায়গা করে নিয়েছেন রংপুরের উইকেটরক্ষক মোহাম্মদ মিথুনের হাতে। এ সময় মিথুন ও পেরারাসহ রংপুরের অন্যান্য ক্রিকেটাররা মুশফিকের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেন। আবেদন বেশ জোরালোই ছিল। কারণ, বল মুশফিকের ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় কিছু একটা শব্দ শুনেছিলেন তারা! তবে আম্পায়ার তানভীর আহমেদ রংপুরের এই আবেদন নাকচ করে দিয়েছেন। এ নিয়ে আম্পায়ারের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন সাকিব ও তার সঙ্গীরা। খেলা চলাকালে আম্পায়ারের কোনো সিদ্ধান্তের বিপক্ষে এভাবে খেলোয়াড়দের প্রতিক্রিয়া দেখানো শাস্তিযোগ্য অপরাধ। ম্যাচের নিয়মানুযায়ী এখন বিপা পড়েছেন সাকিবসহ তার সঙ্গীরা। ২৬ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে