বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৭:১৮:৫০

বাংলাদেশকে এক কোটি ডলার দেবে আইসিসি

বাংলাদেশকে এক কোটি ডলার দেবে আইসিসি

স্পোর্টস ডেস্ক: সর্বোচ্চ জনপ্রিয় ফরম্যাট টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে প্রতি বছর এক কোটি করে ডলার দেবে আইসিসি। বৃহস্পতিবার এ তথ্যটি উঠে এসেছে ক্রিকেট বিষয় ওয়েবসাইড ক্রিকইনফো থেকে। ক্রিকইনফো জানায়, আইসিসির টেস্ট সদস্যদের শান্ত রাখতে এই সিদ্ধান্ত নিয়ে সংস্থাটি। টেস্ট ক্রিকেটে পূর্ণ সদস্য ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া বাদে বাকি সাত দেশকে আসিসির গঠিত তহবিল থেকে প্রতি বছর এই ডলার দেওয়া হবে। টেস্ট ক্রিকেটে আইসিসির পূণ্য সদস্য দশ দেশ। আর এই পূণ্য সদস্যদের মধ্যে বাংলাদেশও তালিকার রয়েছে। তাই আসিসির সিদ্ধান্ত আনুয়ারি প্রতি বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক কোটি ডলার পাবে। আট বছর ধরে এই অর্থটা দেবে আইসিসি। তবে সব অর্থ একসঙ্গে দেয়া হবে। আট কিস্তিতে এই অর্থ দেয়া হবে। আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে এই অর্থ দেয়া হবে। আইসিসির এই অর্থ পেতে হলে কী কী শর্ত পূরণ করতে হবে, তা এখনো কোনো দেশকে সরাসরি জানানো হয়নি। ২৬ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে