বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৭:৫৫:০৫

নাগপুর স্টেডিয়ামে চলছে উইকেট মেলা

নাগপুর স্টেডিয়ামে চলছে উইকেট মেলা

স্পোর্টস ডেস্ক: গতকাল ভারতের নাগপুরে স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত-দাক্ষিণ আফ্রিকার মধ্যেকার প্রথম টেস্ট ম্যাচ। আর এই ম্যাচেই বসে গেল উইকেট মেলা। দুইদিনে উভয় দলের ইনিংস খেলা হয়েছে মাত্র দুইটি করে।এখন চলছে প্রোটিয়া ইনিংস। অথচ দুইদিনের এই টেস্টতে সব মিলে উইকেট পতন হয়েছে ৩২টি। ভারত দুই ইনিংস খেলতে গিয়ে হারাতে হয়েছে ২০ উইকেট। আর দক্ষিণ আফ্রিকার হারাতে হয়েছে ১২ উইকেট। নিজেদর দ্বিতীয় ইনিংস খেলতে নেমে দুই উইকেট হারিয়ে এখন ব্যাট করছে প্রোটিয়ারা। যদিও এই সিরিজে স্রোত একবারেই উল্টে দিয়ে প্রোটিয়াদের অবিশ্বাস্য কিছু করে বসে। ৮ উইকেট হাতে নিয়ে জয় থেকে ২৭৮ রান দূরত্বে আছে তারা। এই টেস্টে দুই দিনেই যে পড়ে গেছে ৩২ উইকেট। তা হয়তো দুঃখের সাথে বলতে হয় নাগপুর ক্রিকেট স্টেডিয়ামে উইকেটের মেলা নাকি রানের মেলা? তবে অবশ্যই এটা সত্য বলে চলে উইকেট মেলা। কারণে রানের তুলনায় উইকেট বেশি দেখা যাচ্ছে। এই উইকেটে ভারতের ব্যাটসম্যানরাও যে নাকানি-চুবানি খাচ্ছে যথেষ্ট। আজ দক্ষিণ আফ্রিকাকে ৭৯ রানে অলআউট করে ভারত দ্বিতীয় ইনিংসে নিজেরাও অলআউট হয়েছে ১৭৩ রানে। জয়ের জন্য ৩১০ রানের প্রায় অসম্ভব একটি লক্ষ্যে আবারও ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে তুলেছে ৩২। আজ এক দিনেই পড়েছে ২০ উইকেট, সেটিও ম্যাচের দ্বিতীয় দিনে। ২৬ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে