বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৮:৪৫:০৬

‘মুস্তাফিজ-নাসির মিল্লা চিটাগাংরে খাইলো গিল্লা ’

‘মুস্তাফিজ-নাসির মিল্লা চিটাগাংরে খাইলো গিল্লা ’

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে বৃহস্পতিবারের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামা চিটাগাং ভাইকিংস কাটার বয় মুস্তাফিজ ও দলের আইকন নাসির হোসেনের বোলিং তোপে মাত্র ৯২ রানে লণ্ডভণ্ড হয়ে যায়। ঢাকা জয় পেতে হলে এখন করতে হবে ৯৩ রান। ঢাকা দলের পক্ষে সব বোলার মোটামুটি সাফল্য হলেও কাটার বয় মুস্তাফিজ ও নাসির মিলে তুলে নেন ৬ উইকেট। চিটাগাং দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করে অপরাজিত থাকেন নাঈম ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন দিলশান। তিনি ১১ বল খেলে করেন ২০ রান। ইনিংসের দ্বিতীয় ওভারে আবুল হাসানের বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েছেন তামিম ইকবাল। ৯ বল খেলে তিনি করেছেন ১ রান। এর পরের ওভারে ফরহাদ রেজার বলে এলবিডব্লিউ হন এনামুল হক বিজয়। তিনিও করেন ১ রান। দলীয় ২১ রানে ‍মুস্তাফিজের বলে কুমার সাঙ্গাকারার হাতে ধরা পড়েন ইয়াসির আলী চৌধুরী। ১০ বলে তিনি খেলেন ১৪ রান। চিটাগাং ভাইকিংসের এমন পারফর্মেন্স দেখে হতাশ গোটা চট্টগ্রামবাসী। তাই তো মাঠে খেলা দেখতে আসা শংকর কুমার নামের এক সমর্থক একটু মজা করে বলে বসলেন, ‘মুস্তাফিজ-নাসির মিল্লা চিটাগাংরে খাইলো গিল্লা ’ ২৬ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে