বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ১০:০২:৪৮

আম্পায়ারের সাথে মেজাজ হারানো নিয়ে যা বললেন সাকিব

আম্পায়ারের সাথে মেজাজ হারানো নিয়ে যা বললেন সাকিব

স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সুপার স্টার্সের ইনিংস খেলা চলাকালিন ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন রংপুর রাইডার্সের ক্রিকেটাররা। এ সময় তাদের সঙ্গে যোগ দেন অধিনায়ক সাকিব আল হাসান। থিসারা পেরেরার করা ১৩তম ওভারের শেষ বলটিতে পরাস্ত হয়েছেন মুশফিক; বল জায়গা করে নিয়েছেন রংপুরের উইকেটরক্ষক মোহাম্মদ মিথুনের হাতে। এ সময় মিথুন ও পেরারাসহ রংপুরের অন্যান্য ক্রিকেটাররা মুশফিকের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেন। আবেদন বেশ জোরালোই ছিল। কারণ, বল মুশফিকের ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় কিছু একটা শব্দ শুনেছিলেন তারা! তবে আম্পায়ার তানভীর আহমেদ রংপুরের এই আবেদন নাকচ করে দিয়েছেন। আম্পায়ার তানভীর আহমেদ রংপুরের সেই আবেদন সাড়া দেননি। আম্পায়ারের দিকে এগিয়ে কিছু বলতে দেখা যায় রংপুরের অধিনায়কে। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন অন্য আম্পায়ার শরফুদ্দৌলা। ৬ রানে ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে সাকিবকে সবার আগে এই ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করা হয়। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার মাঠের ঘটনা বাইরে বলেননি। এ রকম হয়ে থাকে। আমি আসলে ওটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। ২৬ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে