বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ১১:২৩:২২

দীর্ঘদিন পর বিরাটের ব্যাটিং নিয়ে প্রশ্ন

দীর্ঘদিন পর বিরাটের ব্যাটিং নিয়ে প্রশ্ন

স্পোর্টস ডেস্ক: এতদিন দিনকাল মোটামুটি ভালোভাবেই কাটিয়ে ছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। চারদিক থেকে কোনো প্রশ্ন উঠে আসেনি তার ব্যাটি সমস্যা নিয়ে। কিন্তু হঠাৎ করেন বিরাটের ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছেন সুনীল গাভাস্কর। তার মতে, বিরাট কোহলির নাকি ব্যাটিংয়ে কিছুটা সমস্যা রয়েছে। সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২২ ও দ্বিতীয় ইনিংসে ১৬ রান করেই আউট হয়ে যান কোহলি। এত কম রানের বিরাট আউট হওয়া পিছনে ব্যাটিং টেকনিক সমস্যা দেখছেন গাভাস্কর। বিরাটের ব্যাটিংয়ের ব্যাপারে কিংবদন্তি ব্যাটসম্যান বলছেন, নাগপুরের মতো উইকেটে বিরাটের ব্যাটিং স্টান্স একেবারেই উপযুক্ত নয়৷ ও পা দুইটিকে অনেক বেশি চওড়া করে দাঁড়াচ্ছে, এছাড়াও ওর ব্যালান্সও একেবারেই ঠিক নেই। বিরাট যদি দুইটি পায়ের মাঝের ফাঁকটা কমায় তাহলেই ও ক্রিজটা অনেক বেশি ভালো ব্যবহার করতে পারবে৷ সেক্ষেত্রে ওর বল খেলা ও ছাড়াটাও অনেক সহজ হবে। ২৬ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে