শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ০৪:৫৩:৪২

এখনো ভক্তদের চোখে রক্তাক্ত মাখা ওই প্রিয় মুখটি

এখনো ভক্তদের চোখে রক্তাক্ত মাখা ওই প্রিয় মুখটি

স্পোর্টস ডেস্ক: ফিলিপ হিউজ আমরা তোমাকে ভুলবো না। কিন্তু তুমি যেভাবে চলে গেলে, এভাবে কি কেউ কাহাকে বলে যায়।তুমি যে এভাবে চলে যাবেন, কেউই মানতে পারেননি। ভক্তদের চোখে এখনো উকিঁ মারে তোমার রক্তাক্ত মাখা ঐ প্রিয় মুখটি। গত বছর এদিনে শন অ্যাবোটের আচমকা বাউন্সে রক্তাক্ত হয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে যান অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিলিপ হিউজ। আজ তার প্রথম বার্ষিকী। তাই আজ সকাল হলে, সিডনি সমাধিতে অনেকেই সমবেত হচ্ছে ফিলিপ হিউজকে শ্রদ্ধা জানাতে। তাকে শ্রদ্ধা জানাতে সিডনির রাস্তায় লাইন ধরে জড়ো হয়েছেন হাজার হাজার ক্রিকেট ভক্তর্।া আজ তার সমাধিস্থলে দেখা গিয়েছে ক্রিকেট জগতের বহু নামী দামী তারকাকে। অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক তার সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে আসেন। গত বছর এদিনে অ্যাডিলেডে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের হয়ে ব্যাট করছিলেন ফিলিপ হিউজ। পেসার শেন অ্যাবটের বাউন্সারে হুক করতে গিয়ে ঘাড়ে বল লাগে। সাথে সাথে হেলমেট খুলে ফেলেন তিনি। সামনে মুখ করে পড়ে গেলেন মাঠের মধ্যেই। বাউন্সার বলের আঘাত পাওয়ার পর ফিলিপ হিউজ পিচে পড়ে যান এবং পরে তাকে হাসপাতালে নেওয়া হলে দু’দিন মৃত্যুর সাথে লড়াই করে মৃত্যুর কাছে হেরে যান। ১৯৮৮ সালের ৩০ নভেম্বর নিউসাউথ ওয়েলসে জন্ম নেয়া ফিলিপ হিউজ। পঁচিশ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার দেশের হয়ে ২৬টি টেস্ট ও ২৫টি ওয়ানডে ম্যাচের অভিজ্ঞতায় ছিলেন ঋদ্ধ। সিডনির উইকেটে ৬৩ রানে অপরাজিত ছিলেন হিউজ। কিন্তু, জীবনযুদ্ধে পারেননি অপরাজিত থাকতে। ২৭ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে