শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ০৫:২১:০৯

গোলাপীর ছোবলে বিরক্ত অসি-নিউজিল্যান্ডের ক্রিকেটাররা

গোলাপীর ছোবলে বিরক্ত অসি-নিউজিল্যান্ডের ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : শুক্রবার অ্যাডিলেড ওভালে শুরু হয় গোলাপী বলের যাত্রা। দিবারাত্রির এই টেস্টে শুরুতে গোলাপি বলের স্বাদ নিয়েছে অসি ক্রিকেটাররা। হিউজের মৃত্যুশোক নিয়ে খেলতে নামে অসিরা। ম্যাককালাম বাহিনী সুবিধা করতে পারেননি গোলাপীতে। তবে বোলার স্টার্ক, হ্যাজল উড, সিডল ও লায়ন এটাকে উপভোগ করেন দারুণ। স্টার্ক ও হ্যাজলউড ৩টি করে উইকেট পান। অন্যদিকে সিডল ও লায়ন ২টি করে উইকেট নেন। গোলাপী বলে প্রথম হাফ-সেঞ্চুরি করেন নিউজিল্যান্ডের টিম লাথান। গোলাপী বলে সুবিধা করতে পারছেন না অসি ব্যাটসম্যানরাও। ৩৪ রানে দুটি উইকেট হারায় অসিরা। গোলাপীর ছোবলে বিরক্ত অসি-নিউজিল্যান্ডের ক্রিকেটাররা! আন্তর্জাতিক ক্রিকেট কমিটি দীর্ঘ দিন ধরে দিবা-রাত্রির টেস্ট সিরিজের কথা বলে আসে। সে হিসাবে গোলাপী বলের প্রথম টেস্ট খেলতে নামে এই নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। কিন্তু গোলাপী বলে বেশি বাউন্সারসহ নানা অভিযোগও করেছেন ক্রিকেটাররা। তৃতীয় টেস্টের প্রথম দিনেই নিউজিল্যান্ড অলআউট হন ২০২ রানে। প্রথম দিনে ৩৪ রানে দুটি উইকেট হারায় অস্ট্রেলিয়াও। ২৭ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে