শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ০৫:৩৩:৫৩

পাক-ভারত সিরিজের সব শঙ্কা দূর

পাক-ভারত সিরিজের সব শঙ্কা দূর

স্পোর্টস ডেস্ক: পাক-ভারত সিরিজ নিয়ে সব শঙ্কা দূর করে এবার আলোর মুখ দেখতে যাচ্ছে দুই দেশের ক্রিকটাররা। শ্রীলংকার মাটিতে ভারতের বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে ছাড়পত্র দিয়েছে পাকিস্তান। শুক্রবার দুবাইয়ের এক গণমাধ্যম পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মুখপাত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছেন। এদিকে ভারত ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সিরিজ সম্ভাব্য তারিখ দিয়েছে। সিরিজ শুরু হবে ১৫ ডিসেম্বর। তবে, সিরিজের ভেন্যু এখনও নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্য হতে যেকোনো একটি দেশকে বেছে নেওয়া বলে জানান তিনি। শ্রীলঙ্কায় যেহেতু বৃষ্টির সম্ভাবনা সব সময়ই থাকে তাই এটি মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে ভারত বোর্ড বাংলাদেশকে এগিয়ে রাখেছে। এর আগে, দুই বোর্ড সভাপতির সভা শেষে ডিসেম্বরে শ্রীলংকায় দ্বি-পাক্ষিক সিরিজ খেলার ব্যাপারে সম্মতির কথা জানিয়েছিলেন বিসিসিআই মুখপাত্র। ২৭ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে