শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ০৫:৪৬:২৬

২০১৫ বিপিএলে নতুন রেকর্ড সৃষ্টি করলেন মাশরাফিরা

২০১৫ বিপিএলে নতুন রেকর্ড সৃষ্টি করলেন মাশরাফিরা

স্পোর্টস ডেস্ক : মাশরাফি জাতীয় দলের অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট টিম তার নেতৃত্বে সাফল্য পায়। এই মাশরাফি এখন ঘুরিয়ে দিচ্ছেন কুমিল্লাহ ভিক্টোরিয়ান্সের ভাগ্য। এবারের বিপিএলে রেকর্ড করেছে মাশরাফিরা। সর্বনিম্ন রানে রংপুর রাইডার্সকে অলআউট করেছে তারা। মাত্র ৮২ রানে গুটিয়ে যায় রংপুর। যা এবারের বিপিএলে সর্বনিম্ন রানের স্কোর। আসরে সবচেয়ে বড় জয়টির রেকর্ডও কুমিল্লাহ দলের। রংপুরের বিপক্ষে এদিন ৯ উইকেটে জয় পায় কুমিল্লাহ ভিক্টোরিয়ান্স। ১১ ওভার ৫ বলেই ৮২ রানের বাধা টপকে যায় মাশরাফিরা। ২০১৫ বিপিএলই নয় বিপিএলের ইতিহাসে এটি একটি স্বরণীয় ম্যাচ হয়ে থাকবে এটা। সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্স এ নিয়ে দুটি ম্যাচে হারের স্বাদ পায়। ৫ ম্যাচের ৩ টি ম্যাচে জয় পেয়েছে রংপুর। অন্যদিকে কুমিল্লাহ ভিক্টোরিয়ান্স হেরেছে মাত্র টি ম্যাচে। টানা ৩ ম্যাচে জয় পেয়েছে মাশরাফির দল। অন্যদিকে বিপিএলের নতুন রেকর্ডও দখলে নিয়েছে এই টিম। ২৭ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে